ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে

সাতক্ষীরা প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার
mzamin

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা   ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বলেন, তারা গরু রপ্তানি বন্ধ করেছে, কিন্ত আমরা তো গরুর মাংস না খেয়ে থাকি না। ভারত যদি রপ্তানি বন্ধ করে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রপ্তানি বন্ধ করবে বলে আমার মনে হয় না। যা হচ্ছে, তা সবই রাজনৈতিক। শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এই উপদেষ্টা।

সাখাওয়াত হোসেন বলেন, দুই দেশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত। রাজনৈতিক অবরোধ বিভিন্ন সময়ে দুই পাশেই হয়ে থাকে। এ কারণে দুই-এক দিনের সমস্যা হতে পারে। তবে ভারতের ব্যবসায়ীরা এসব মেনে নেবে না। তারা এই বাজারটাকে নষ্ট করবে না। তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, ব্যবসা নষ্ট করলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়ার অপপ্রচারে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। অথচ মিডিয়ার অপপ্রচারে বাংলাদেশের জনগণ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। স্বাধীনতার পরে জাতীয় ঐকমত্যে সব দল একসঙ্গে হয়েছে, এমন নজির নেই উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আজ হোক, কাল হোক রাজনীতিবিদরাই দেশ চালাবেন। তখন এই ধরনের ঐক্য খুবই ফলপ্রসূ হবে।

পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি বলেন, ১ হাজার ১শ’ কোটি টাকার চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কর্যক্রম পুরোদমে চালাতে পারবে।

পাঠকের মতামত

জনাব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন যথার্থই বলেছেন।

এম,এইচ, বারী
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১:১৪ অপরাহ্ন

জি এটাই বাস্তবতা, বিক্রেতা ক্রেতা হারায় ক্রেতার নিকট শত অপশন খোলা থাকে এটা যে বুজে না সে মূর্খ ব্যবসায়ী। বাংলাদেশ ভারতের ক্রেতা তাই ভারতকে সব সময় বাংলাদেশকে স্রদ্দা সম্মান করতে হবে।

Imran
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:১৪ পূর্বাহ্ন

এইটা যথার্থ বলেছেন সাহাদত সাহেব।

Habib
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:৩১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status