ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৪ অপরাহ্ন

mzamin

প্রবাসীদের সম্মানে প্রথমবারের মত মালয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪ গ্রহণ করেছেন দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি, আরিফুল ইসলাম।

৩০ নভেম্বর, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে, কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে অনুষ্ঠিত হয় ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি। ভয়েস এশিয়ান আয়োজিত উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, এলিট প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং চাকুরীজীবীসহ আমাদের গর্বের রেমিটেন্স যোদ্ধারা।

যে সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী নিজ নিজ অঙ্গনে একেকজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তাদের হাতেই তুলে দেওয়া হয় এ সম্মাননা।

প্রবাসীদের সমস্যা, সমাধান এবং উন্নয়ন বিষয়ে কাজ করায় জার্নালিজম ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয় আরিফুল ইসলামকে। তিনি তার কর্মের পাশাপাশি মিডিয়া, টেকনোলজি এবং জার্নালিজম নিয়ে দীর্ঘদিন মালয়েশিয়ায় কাজ করছেন। ইতিপূর্বে তিনি ডেইলি ইনডিপেনডেন্ট, দৈনিক আমাদের সময়ে মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে দৈনিক মানব জমিনের মালয়েশিয়া করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন।

আরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত হজরত খানবাহাদুর আহসান উল্লাহ (র.) এর পূর্ণ্যভূমি নলতা ইউনিয়নের সেহারা গ্রামে মোঃ আবুল হোসেন ও মর্জিনা খাতুনের সন্তান। তিনি ২০০২ সালে এস.এস.সি, ২০০৪ সালে, এইচ.এস.সি এবং ২০১০ সালে কৃতিত্বের সাথে স্নাতক পাশ করেন। ২০০৯ সালে ব্র্যাক ’সামাজিক উন্নয়ন কর্মসূচীতে’ কর্ম জীবন শুরু করেন।

২০১১-২০১৫ সালে সাতক্ষীরা জেলার সর্বপ্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও নলতা'য় টেকনিক্যাল ইনচার্জ হিসেবে কর্মজীবন শুরু করেন। ৪ বছর সফলতার সাথে কাজ করে ২০১৫ সালের ১১ মে 'মিডিয়া' বিষয়ে পড়াশোনার জন্য মালয়েশিয়াতে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই মিডিয়া, টেকনোলজি এবং জার্নালিজম নিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি তার কর্মগুণে ২০১৪-২০১৫ সালে 'সার্ক কালচারাল সোসাইটি' পুরস্কার এবং 'অগ্নিবীণা সাহিত্য সংসদ' পুরস্কারে ভূষিত হন। ২০১৭ সালে তাকে এনটিভি মালয়েশিয়া কর্তৃক এনটিভি ভিএফএম আওয়ার্ড প্রদান করেন। ২০১৯ সালে রাষ্ট্রদূত মুহ. শহিদুল ইসলাম’র হাত থেকে সম্মানণা গ্রহণ করেন। ২০২০ সালে মিডিয়া উন্নয়নে অবদান রাখায় ডিবিসি নিউজ সম্মাননা গ্রহণ করেন। এছাড়া ২০২২সালে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী, ইয়াং বারবাহগিয়া, তানশ্রী-দাতুশ্রী ড. সৈয়দ হামিদ আলবারের হাত থেকে রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

বর্তমানে তিনি মিডিয়া, টেকনোলজি এবং জার্নালিজম ছাড়াও বিজ্ঞান ভিত্তিক উদ্যোগ 'সার্চ ওয়ারে'র উদ্যোক্তা হিসেবে কমিউনিকেশন জগতের আলোচিত বিষয় 'স্পিরিচুয়াল কমিউনিকেশন' নিয়েও কাজ করছেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status