ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেটে ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ছাত্রদল নেতারা

ওয়েছ খছরু, সিলেট থেকে
১ ডিসেম্বর ২০২৪, রবিবার

সিলেটে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন ছাত্রদল নেতারা। ক্যাম্পাসে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতারাও। এতে ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে মিলছে সাড়াও। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন সিলেট ছাত্রদলের নেতারা। তারা জানিয়েছেন- শিক্ষাঙ্গনে অনেক ‘গ্যাপ’ ছাত্রদলের। বিগত সময়ে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া তৃণমূল পর্যন্ত কার্যক্রম চালানো সম্ভব হয়নি। ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের দাওয়াত পৌঁছাতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের কাছাকাছি ছুটে যাচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

তারা জানান, প্রায় এক মাস পূর্বে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সিলেটে আসেন। তারা সিলেটের তৃণমূল পর্যন্ত প্রতিটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। একইসঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে খেলার সামগ্রী দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে দেয়া হচ্ছে ডাস্টবিন। রোপণ করা হচ্ছে গাছের চারাও। আর এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। একইসঙ্গে তাদের কাছে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হচ্ছে। সিলেট পর্ব শেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় টিম এখন সুনামগঞ্জে রয়েছেন। এদিকে ৩১ দফা কর্মসূচি নিয়ে আগেই জেলা ও নগর ছাত্রদলের সিনিয়র নেতাদের প্রশিক্ষণ দেয়া হয়। সর্বশেষ গত সপ্তাহে সিলেটের শিল্পকলা একাডেমিতে বিএনপি’র পক্ষ থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি দেয়া হয়। কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতারা অংশ নেন। এ প্রশিক্ষণ কর্মশালার পর জেলা ও নগর ছাত্রদলের নেতারা মাঠপর্যায়ে ৩১ দফা কর্মসূচি’র ধারণা দিতে চষে বেড়াচ্ছেন। গতকাল সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এক কর্মশালার আয়োজন করা হয়। আর এ কর্মশালায় বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিএনপি ঘোষিত এ কর্মসূচির প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী। তিনি মানবজমিনকে জানিয়েছেন, প্রশিক্ষণ কর্মশালায় দু’টি কাজ একসঙ্গে হচ্ছে। এরমধ্যে একটি রয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি কী চায় সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া। অপরটি হচ্ছে ছাত্রদলকে ঢেলে সাজাতে এই কর্মসূচি ভূমিকা রাখবে। রাব্বি বলেন, এ কর্মসূচিকে তারা নগরের প্রতিটি ওয়ার্ড ও গলিতে নিয়ে যেতে চান। এজন্য তাদের প্রস্তুতি চলছে। নগরে পুরাতন ২৭টি ওয়ার্ডে কমিটি থাকায় আয়োজন খুব সহজ হবে। বর্ধিত ১৫টি ওয়ার্ডে কমিটি না থাকায় নগর কমিটির উদ্যোগে সেসব ওয়ার্ডে প্রশিক্ষণের আয়োজন করার চিন্তাধারা করা হচ্ছে। সিলেট নগরের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কার্যক্রম চালাবে বলে জানান তিনি। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার জানিয়েছেন, জেলার ১৩টি উপজেলা ও চারটি পৌরসভায় ইতিমধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় টিমকে নিয়ে তারা চষে বেড়িয়েছেন। কেন্দ্রীয় টিমের সদস্যরা ৩১ দফা কর্মসূচি নিয়ে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও ধারণা দিয়েছেন। তারা চলে যাওয়ার পর এখন জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচিকে বেগবান করতে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল নেতারা মাঠে কাজ শুরু করেছেন। এদিকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ও রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহির সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির। সভায় বক্তারা বলেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করবে ছাত্রদল। এজন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আবারো যাত্রা করবে। সভায় দক্ষিণ সুরমা কলেজের মাসুদ আহমদ, এমসি কলেজের ইসতিয়াক আহমদ রুহান, কানাইঘাট সরকারি কলেজের কাসিম আহমদ, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট টেকনিক্যাল কলেজের মেহদি হাসান মাহদি, ক্যান্ট. পাবলিক কলেজের গুলজার আলী, সিলেট সরকারি কলেজের মো. বাঁধন ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ ৩১ দফা কর্মসূচি নিয়ে মতামত ব্যক্ত করেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status