অনলাইন
হ্যারি পটার বইয়ের বিরল সংস্করণ, নিলামে বিক্রি হল ৩৬ হাজার পাউন্ডে
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন
জে কে রাওলিংয়ের লেখা পটার সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফারস স্টোন '-এর একটি বিরল প্রথম সংস্করণ, যা ১৯৯৭ সালে মাত্র ১০ পাউন্ডে কেনা হয়েছিল। সাম্প্রতিক একটি নিলামে এটি বিক্রি হলো ৩৬ হাজার পাউন্ডে। বইটি এত জনপ্রিয়তা পায়, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একাধিক এডিশন বের হয়। প্রথম এডিশন বর্তমানে বিরল। প্রথম এডিশনে ৫০০ বই ছাপানো হয়েছিল। আর এই প্রথম এডিশনেরই একটি বইয়ের নিলামে আকাশছোঁয়া দাম উঠল। স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডে একটি নিলামঘরে বইটিকে নিলামে তোলা হয়। ক্রেতার প্রিমিয়ামসহ চূড়ান্ত বিডে এর দাম উঠেছিল ৪৫ হাজার পাউন্ড। বইটি প্রথম কিনেছিলেন খ্রিষ্টিন ম্যাক কুলো। ১৯৯৭ সালে ছেলে অ্যাডামের জন্য। স্ট্যান্ডফোরশায়ারে আয়োজিত এক অকশনে বইটি দেন তিনি। অকশনের বিষয়টি ম্যাক কুলো জেনেছিলেন ২০২০ সালে। সেসময় থেকেই বইটি অকশনে দেওয়ার ইচ্ছে ছিল বলে জানিয়েছেন। হ্যারি পটারের তুমুল জনপ্রিয়তা এই বইয়ের দাম এই জায়গায় এনেছে বলে স্বীকার করেন তিনি। বলেন, 'আমাদের বই যেই অকশনে সিলেক্ট হয়ে যায়, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। চিমটি কেটে দেখছিলাম।' বইটি বাড়িতেই পড়ে ছিল বলেও জানান তিনি। এর থেকে পরিষ্কার, আজও গোটা বিশ্বের কাছে হ্যারি পটার নামের চশমা পরিহিত কিশোরটির জাদুর আবেদন কতটা তীব্র। অ্যাডাম বলছেন , ' বইটির যেখানে সেখানে চায়ের দাগ লেগেছিলো এবং অসংখ্য ভাঁজ ছিল। আমার মনে হয় এর আগে যাঁরা এটি পড়েছিলেন তারা বেশ জমিয়ে উপভোগ করেছেন। বইটির অমোঘ আকর্ষণ এতটুকু কমেনি।' রাউলিং ১০ বছর ধরে হ্যারি পটার সিরিজের সাতটি বই লিখেছেন । যা এখনো সমান জনপ্রিয় বইপ্রেমীদের মধ্যে।
সূত্র : এনডিটিভি