অনলাইন
বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৪ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বেতন বকেয়া রেখে অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে এইচডিএফ অ্যাপারেলসের কর্মীরা জৈনাবাজারের পূর্ব পাশে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এ অবরোধ করেন।
এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় সেখানেও যানজটের সৃষ্টি হয়।
আজ এইচডিএফ অ্যাপারেলসের মূল ফটকের সামনে কারখানাটি বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। ওই নোটিশে লেখা হয়, গত ১২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শ্রমিকেরা অযৌক্তিক দাবি আদায়ের জন্য সব ধরনের কাজ বন্ধ রেখেছে। এ ছাড়া তারা উচ্ছৃঙ্খল আচরণ করেছে। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো।’
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন ও হাজিরা বোনাস পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে মূল ফটকের সামনে কারখানাটি বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এজন্য তারা কারখানার ফটকের সামনে সড়কে অবস্থান নিয়েছেন।’
শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন।’ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন বলে জানান তিনি।
Ei malik der dhore pituni dewa dorkar. ei batparera potito sorkerer bizz