অনলাইন
শান্তনা হত্যার বিচার দাবি
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:০৯ অপরাহ্ন
সাভারে শান্তনা বেগম নামের এক নারীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চললে দেশের মেহনতি মানুষ বর্তমান সরকারকে আর চাইবে না। দাবি করেন, শান্তনা বেগম একজন পোশাকশ্রমিক। বিক্ষোভ সমাবেশে বামপন্থী ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা বলেন, গতকাল সোমবার বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে একটি লাশ পাওয়া গিয়েছিল। তখন আমাদের মধ্যে অনেক উৎকণ্ঠা সৃষ্টি হয়। কিন্তু যখন জানা গেল যে লাশটি কোনো শিক্ষার্থীর নয়, তখন আমরা এটা ভুলে গেলাম। শ্রমিকেরা সব সময় নিপীড়িত হন। নারীদের নিরাপত্তা দিতে যে সরকার ব্যর্থ হয়, সেই সরকার চান না বলে মন্তব্য করেন নূজিয়া হাসিন। তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারের আমলে একটা বিচারবহির্ভূত হত্যারও বিচার হতে দেখছি না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলতে থাকলে দেশের চাষা-শ্রমিক মেহনতি মানুষ আপনাদের (সরকার) আর চাইবে না।