শেষের পাতা
রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে
স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৪, বুধবাররাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার ওই পোস্টে মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পোস্টটি হাজার হাজার শেয়ার হয়েছে। অনেকের ধারণা, ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এ পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ। অবশ্য ওই বক্তব্যের জন্য ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন রিজভী। এদিকে সোমবার রাতে প্রোফাইল পিকচার আবার লাল করেছেন হাসনাত আবদুল্লাহ। পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে আন্দোলনকারীরা প্রোফাইল পিকচার লাল করেছিলেন। প্রোফাইল পিকচার লাল করে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ/শেষ হয়নি যুদ্ধ/ ১৩৪শে জুলাই, ২০২৪’।
রাজনীতিবীদরা সব একই রসুনের কোয়া, যাদের মুল সংযোগ একই জায়গায় । এরা দেশ আর দেশের সাধারন জনগনের আবেগ নিয়ে ব্যাবসা করে।
বিপ্লবীদের পাশে আমরা সাধারন জনগন আছি এবং থাকবো।
পুলিশ কি আল্লাহর ফেরেস্তা।
বিপ্লবীরা কখনও ফাঁসির ভয় করেনা
পিচাশ শেখ মুজিব, পিচাষিনী হাসিনা এবং এদের পিচাশী দালালরা বাংলাদেশের সকল ক্ষেত্রে ছড়িয়ে আছে এদেশের সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য
পুলিশ খুন করে কি বিপ্লবী হওয়া যায়?
রাজনীতিবীদরা সব একই রসুনের কোয়া, যাদের মুল সংযোগ একই জায়গায় । এরা দেশ আর দেশের সাধারন জনগনের আবেগ নিয়ে ব্যাবসা করে। আমরা জীবন দেয় আর তা তাদের ব্যবসার উপকরণ । আমাদের আবেগের মুল্য তারা দিবে না ।
Apnr mobile numberta den plz. Apnr sathe joruri kotha bolbo.
Apneder sofolota dekhe morte chai. Konoi voy nei. Insa Allah.
মৃত্যু আগ পর্যন্তই যুদ্ধ চলবে।
Conspirators are busy with their conspiracies.
এই ধরনের অযোগ্য লোকদের বিএনপি এর দায়িত্বশীল পদ থেকে সরানোর জন্য তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।
বিপ্লবীরা কখনও ফাঁসির ভয় করেনা