অনলাইন
ওয়াশিংটনে গোলাম মোর্তোজা, লন্ডনে আকবর হোসেন প্রেস মিনিস্টার
বিশেষ প্রতিনিধি
(৪ সপ্তাহ আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০১ অপরাহ্ন
গোলাম মোর্তোজা ও আকবর হোসেন।
সাংবাদিক গোলাম মোর্তোজাকে ওয়াশিংটনে এবং আকবর হোসেনকে লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার। তাদের দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হচ্ছে।
গোলাম মোর্তোজাকে সচিব পদ মর্যাদা দেয়া হয়েছে। গোলাম মোর্তোজা বর্তমানে ডেইলি স্টারে এবং আকবর হোসেন বিবিসিতে কর্মরত আছেন। তাদের নিয়োগ সংক্রান্ত ফাইল তথ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
Congratulations to both of you.
শুভ কামনা গোলাম মুর্তজাসহ উভয়ের জন্যে।
CONG
congra
My heartfe
উচিত কথা বললে সরকারের ঘা জ্বলা করে, এই দুজন সেটাই করতেন আর এর জন্য সরকার মুখের সামনে লোভনীয় টোপ দিল, লোভ সামলাতে পারলেন। নীতিকথা শুধু লাভের জন্য।
স্টকে দু-একজন সাংবাদিক ছিল। তাও চলে গেল জায়গা মতন। ভাবছি আর কাদের সংবাদ বা এসব উপস্থাপনা দেখব। আমরা দেশের মঙ্গল চাই আপনাদের মঙ্গল চাই। ভালো থাকুন দোয়া রইল।
দু'জনকেই অনেকদিন ধরে চিনি। নীতিবান, নির্ভীক সাংবাদিক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। দু'জনের জন্য শুভকামনা রইল।
Congratulations both of you. Good choice of the Government.
গোলাম মোর্তোজার নিয়োগ ১০০% ঠিক। সাহসী সাংবাদিক, বিচক্ষণ মানুষ।। আমার বিশ্বাস তিনি অনেক অনেক ভালো কাজ করবেন।।
আমাদের সাংবাদিক ভাইয়েরা লোভ সামলাতে পারেন না। এমিরেটস সাংবাদিক নাইমুল ইসলাম খান লোভে পড়ে শেখ হাসিনার প্রেস সেক্রেটারি হয়েছিলেন, এখন কোথায় আছেন তার স্ত্রী ছাড়া কেউ জানেনা। গোলাম মর্তুজা সাহেবও লোভ সামলাতে পারলেন না। লোভে পড়া সাংবাদিকদের বেচা কেনার এই বানিজ্য কবে শেষ হবে ?
আবার আওয়ামী লীগের নিয়োগ। সরকার ত আওয়ামী লীগ দখল করে ফেলছে। আরো ৩ জম ছাত্র উপদেষ্টা নিয়োগ করা হোক।
দুজনই আওয়ামী দালাল। খোলস বদলেছেন মাত্র।
Any more vacancy?
Heartiest Congratulations! Wise Decision.
দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Congratulations both of you.
দু' জনকেই অভিনন্দন। দু' জনই আমার প্রিয় মানুষ।
গঠনমূলক আলোচনা থেকে আমরা বঞ্চিত হলাম। আমি উল্লেখিত দুই জনের লেখা / Facebook এ কানেক্ট থাকি।
অভিনন্দন প্রিয় সাংবাদিক আকবর হোসেন
Right man right choice.
সঠিক নিয়োগ। অভিনন্দন!
Very good decision at this moment. Please do for our country.
সঠিক সিদ্ধান্ত, সফলতা কামনা করি।
আলহামদুলিল্লাহ
ডেইলী স্টারের গোলাম মোর্তজা ! আরেক ইসলাম বিদ্বেষী । ইনি এদেশে পিস টিভি বন্ধের একজন কারিগর । পাঠ্যপুস্তক থেকে শরীফা গল্প বাদ দেওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন ।
শুভকামনা !সাংবাদিক গোলাম মোর্তোজা কে যথাযথ মূল্যায়ন করা হয়েছে।
Mortaza bhai. Congratulations
Good decision. Congratulations.
দোয়া ও শুভকামনা রইল
Appreciate this good decision.
Congratulations...
আশাবাদী দেশের জন্য উজাড় করে দিবেন।
Very good news.Congratulations to them.
আকবর হোসেন আমার প্রিয় একজন সাংবাদিক দুজনকেই অভিনন্দন।
মোর্তোজা ভাই, খুব খুশি হলাম আপনার দায়িত্ব প্রাপ্তিতে। সাপ্তাহিক ২০০০ এবং এ সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা তে আপনি এবং শুভ কিবরিয়া ভাইয়ের প্রেরণায় তাত শিল্প কয়েকটি লেখার মাধ্যমে আপনাদের দুজনের দেশপ্রেম বিষয়ে জানি। দেশ আপনার এই নিয়োগ থেকে উপকৃত হবে এই কামনা করি
আমি আশা করছি উনারা দুজনই দেশের জন্য ভালো কিছু করবেন।
আমি ভিসন ভাবে খুশি।
Very good initiative