ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

বকেয়া বেতনের দাবি

গাজীপুরে ৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

mzamin

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুরের বাসন এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তি পড়েন যাত্রীরা। 

ওই কারখানাগুলো হলো-টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। পরে ২৪ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। এতে সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের কথা জানানো হয়। 

গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। 

পাঠকের মতামত

আজ এই পরিস্থিতির জন্য বিজিএমই দায়ী গত ২৭ বছর অসহায় গার্মেন্টস শ্রমীকদের উপর স্টীম রোলার চালিয়েছে আর ইন্ধন দিয়েছিলো স্বৈরাচার হাসিনা সরকার।

মিলন আজাদ
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ২:০৭ অপরাহ্ন

মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার।শ্রমিকদের রক্তে আয়েশ, বাড়ি, গাড়ী করা এইসব রক্তচোষাদের নুন্যতম লাজলজ্জা ও নাই।

তৌফিকুর রেজা
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১:৪০ অপরাহ্ন

তাদের কথা শুনতে হবে। সমস্যাটি বুঝতে হবে। তারপর মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান করতে হবে। যারা এই অবস্থার জন্য দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের দোসররা এই আন্দোলনের উস্কানিদাতা কি-না সেটাও খতিয়ে দেখতে হবে। কোনোভাবেই এসব আন্দোলন দীর্ঘায়ু হতে দেওয়া যাবে না।

Zulfiquar Ali
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১:৩০ অপরাহ্ন

রাস্তা বন্ধ করবে কেন? জনগণের প্রতিরোধ ও প্রশাসনের ব্যবস্থা গ্রহণ জরুরি।

খালেদ
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১:২৩ অপরাহ্ন

কিছু হলেই সড়ক অবরোধ , এই অরাজকতা কতদিন চলবে ? মালিক দে গাফলতি থাকলে শাস্তি দেয়া হউক ।

zakiul Islam
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১:০৩ অপরাহ্ন

কারখানার মালিকদের গাফিলতি আছে, তদন্ত করে দোষীদের জরিমানা করা হোক।

শফিক
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৫০ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status