ভারত
কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ালেই এবার মোটা অঙ্কের জরিমানা
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
শীতকাল আসতেই কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ানোর জেরে বায়ু দূষণের চাদরে ঢেকে যায় উত্তর ভারত। তবে এবার দূষণের লাগাম টানতে বড়সড় বদল আনলো কেন্দ্র। এবার থেকে কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ালেই জরিমানা দিতে হবে কৃষকদের। বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়েছে, ২ একরের কম জমিতে ফসলের গোড়া পোড়ালে জরিমানা দিতে হবে ৫ হাজার টাকা। দুই থেকে পাঁচ একর জমিতে ফসল পোড়ালে জরিমানা ১০ হাজার টাকা। জমির পরিমাণ ৫ একরের বেশি হলে জরিমানা দিতে হবে ৩০ হাজার টাকা। এ বছরও নভেম্বরের শুরু থেকে দূষণের সমস্যায় জেরবার দিল্লি এবং সংলগ্ন এলাকা। সেই নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মূলত পাঞ্জাব এবং দিল্লির সীমানায় কৃষকদের ফসলের গোড়া পোড়ানোর জেরেই রাজধানী দিল্লি তথা উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আকাশে ধোঁয়ার চাদর তৈরি হয় বলে অভিযোগ ওঠে। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হল মারাত্মক বায়ু দূষণ যা প্রতি বছর দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলকে জর্জরিত করে তা রোধ করা। বুধবার, শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩৫৬ এ পৌঁছেছে, যা এটিকে 'খুব খারাপ' হিসাবে শ্রেণীবদ্ধ করে। অতীতে এই ফসল পোড়ানো নিয়ন্ত্রণ করতে না পারায় সুপ্রিম তিরস্কারের মুখে পড়েছে দিল্লি, পাঞ্জাব এবং কেন্দ্র সরকার। উল্লেখ্য, ধান কাটার পরই শুরু হয় রবি শস্য চাষের সময়। তাই যত দ্রুত সম্ভব নিজেদের ক্ষেত পরিষ্কার করার চেষ্টা করেন কৃষকরা। সেই কারণে ফসল কাটা হয়ে গেলে ধানের জমিতে আগুন ধরিয়ে দেন তারা। সম্প্রতি সুপ্রিম কোর্ট কেন্দ্রের দূষণ প্রতিরোধী আইনকে নখদন্তহীন বলে কটাক্ষ করেছে। তার পরই কেন্দ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জমিতে ফসল পোড়ানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, অনুমতি ছাড়া ফসল পোড়ালে কৃষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
সূত্র : ইন্ডিয়া টুডে
Another wrong decision. Air quality is deteriorating due to emissions from old vehicles, brick fields and industrial emissions, coal electric plants. But Modi is subdidizing coal electric plants built by his friend Adani