বাংলারজমিন
বাউফলে জামায়াতের কর্মী সমাবেশ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৪, রবিবারযারা ফ্যাসিবাদ, টাকা পাচারকারী, মানুষ হত্যাকারী, যারা এদেশে গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে, যারা চাঁদাবাজি, ফেরিঘাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছেন তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছেন বলে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার সকাল ১১টায় বাউফলের মদনপুরা ইউনিয়নে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ড. মাসুদ বলেন, আমরা এদেশ থেকে পালিয়ে যাইনি। জামায়াত নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে কিন্তু ১৮ বছরে ১৮ সেকেন্ডের জন্য পালিয়ে যায়নি। ঈমানদারগণ কখনো পালিয়ে যায় না। তিনি আরও বলেন, প্রত্যাশিত বাউফল গড়তে হলে আমাদের দরকার কাক্সিক্ষত নেতৃত্ব। যারা বাউফলের নেতৃত্ব নিয়ে আমাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার কেড়ে নিয়ে দুঃশাসন কায়েম করেছে বাউফলবাসী এরকম নেতৃত্ব আর দেখতে চায় না। এ সময় তিনি নিজ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কর্মীদের মান বৃদ্ধি করতে হবে দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নয়। আল্লাহর সন্তুষ্টি ও পরকালে নাজাতের জন্য। আমরা মানুষের কল্যাণে কাজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আওয়ামী দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে আর অন্তর্বর্তী সরকার তাদের নিষিদ্ধ করেছে। ওরা আমাদের শেষ করে দিতে চেয়েছিল যারা আদর্শের বলে বলীয়ান তাদের কখনো শেষ করা যায় না। মদনপুরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহ আলম, শ্রমিক কল্যাণ বরিশাল আঞ্চলিক পরিচালক বাউফল উপজেলা আমীর মাওলানা মু. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, মাওলানা আবদুস সাত্তার ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া ও আইন বিষয়ক সম্পাদক, মু. মুন্তাসির মুজাহিদ, পটুয়াখালী জেলা শিবির সভাপতি মাহাদি হাসান, অফিস সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।