ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

রুহ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় হিফয কনভোকেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:১০ অপরাহ্ন

mzamin

ইসলামিক ইংরেজি মিডিয়াম রুহ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় হিফয কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি সংলগ্ন ফ্যান্টাসি আইল্যান্ড এমিউসমেন্ট পার্কে হওয়া এই কনভোকেশনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে পাগড়ি গ্রহণ করেন অত্র স্কুলের নতুন ৫ জন হাফেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী (হাফিজাহুল্লাহ)। 
এ বছর রুহ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচজন মেধাবী ছাত্র পবিত্র কুরআনুল কারিমের হিফয সম্পন্ন করেছে। এই পাঁচজন সহ, স্কুলের মোট ১০ জন শিক্ষার্থী ইতোমধ্যেই হাফিজুল কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষকরা বলছেন, স্কুলের ধারাবাহিক সফলতা এবং আল্লাহর রহমতের একটি বিশেষ প্রতিফলন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে রুহ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের পরিবেশনায় ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, শিক্ষনীয় নাটিকাসহ নানা পরিবেশনা। 
রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোনায়েম বিল্লাহ বলেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষই নয়, বরং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন। ভবিষ্যতের আদর্শ সমাজ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, রুহ ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার পরিবেশ এবং উচ্চ মানসম্পন্ন ইসলামী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করে আমরা আগামী প্রজন্মের সুনাগরিক তৈরি করার লক্ষ্যে অগ্রসর হচ্ছি।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status