খেলা
টেন হাগের আড়াই বছরে যা হয়নি, নিস্টলরয়ের অধীনে এক ম্যাচেই সেটা করলো ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৩১ অপরাহ্ন

এরিক টেন হাগ আড়াই বছর কোচ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের। পারফর্মেন্স ক্রমশ নীচের দিকে নামায় সম্প্রতিক তাকে ছাঁটাই করা হয়। অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান তার সহকারী রুড ভ্যান নিস্টলরয়কে। তার অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই লেস্টার সিটির জালে ৫ গোল দিলো রেড ডেভিলরা।
গতকাল লীগ কাপের ম্যাচে ঘরের মাঠে লেস্টারকে ৫-২ গোলে হারিয়েছে ইউনাইটেড। টেন হাগের অধীনে গত আড়াই বছরে প্রিমিয়ার লীগের কোনো ক্লাবের বিপক্ষে ম্যাচে ৫ গোল কখনো করতে পারেনি তারা। ব্রুনো ফার্নান্দেজ ও কাসেমিরো জোড়া গোল করেন। অন্য গোলটি আলেহান্দ্রো গারনাচোর।
লেস্টারকে হারানোর পর নিস্টলরয় বলেন, ‘ক্লাবকে সাহায্য করতে আমি এখানে সহকারী হিসেবে এসেছিলাম। যত দিন আমাকে প্রয়োজন হবে, তত দিনই সাহায্য করব। যেকোনো অবস্থায় ভবিষ্যৎ নির্মাণে ক্লাবকে সাহায্য করতে চাই।’
যদিও খুব বেশিদিন এই দায়িত্বে থাকছেন না নিস্টলরট। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমকে স্থায়ী কোচ হিসেবে চায় ইউনাইটেড। নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে যোগ দিতে পারেন ইউনাইটেডে।
লীগ কাপে ১৪ বছর পর এবার কোয়ার্টার ফাইনালের সব দলই প্রিমিয়ার লীগের। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টটেনহামের প্রতিপক্ষ ইউনাইটেড। লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন। ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে আর্সেনাল আর ব্রেন্টফোর্ডের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।একই রাতে টটেনহ্যামের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয় ম্যানসিটি।