শেষের পাতা
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের পুলিশের ধাওয়া
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবারসরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। পূর্ব-ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে সমাবেশ করছিল আন্দোলনকারীরা। বেলা ২টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যাওয়ার পথে হাইকোর্টের মাজার গেটে এলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
গতকাল সকালে শাহবাগে জাদুঘরের সামনে ৩৫ প্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। এ সময় পুলিশি বাধার সম্মুখীন হলে তারা শাহবাগ থানা সংলগ্ন ফুলের দোকানগুলোর সামনে অবস্থান নেন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বহুসংখ্যক শিক্ষার্থী শাহবাগ মোড়ে জড়ো হন। সে সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কিছুক্ষণ অবস্থানের পর আন্দোলনরতরা প্রেস ক্লাবের দিকে আসতে চাইলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ সরকার দাবি পুরনের সরকার নয়, তাই যারাই দাবি নিয়ে মাঠে নামবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্খা নিতে হবে।জনগন সাথে আছে।
আমারও আশা বয়সটা এমনভবে বাড়ানো হোক যাতে নাতি -পুতির সাথে চাকরিতে এক সাথে সুযোগ হয়!
মারামারি না করে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। সকল কোটা বাতিল করা হোক। চাকরিতে প্রবেশের বয়সসীমা তুলে দেয়া হোক।
পুলিশের এ-ই বেত্রাঘাতের প্রশংসা না করে পারছি না। দেশের এমন ক্রান্তিলগ্নে যে বলা যারাই বিভিন্ন দাবি দাওয়ার ছুতোয় আন্দোলন করতে রাস্তায় নামবে তাদেরকে পুলিশ কতৃক এ-ই ধরনের মিষ্টি বেত্রাঘাত করার জন্য জোর সুপারিশ করছি। বিঃ দ্রঃ আরে বাবা ৩০ থেকে ৩২ করা হয়েছে তাতেই আপাতত খুশি থাক, কিন্তু না তাদের দাবি শতভাগ মানতে হবে। বলি একটা সঙ্গে পুরোপুরি আশা করা ঠিক না।