অনলাইন
বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসে ইউনিসেফ
প্রতি বছর বাংলাদেশে পানিতে ডুবে ১৪ হাজারের বেশি শিশুর মৃত্যু
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ২৫ জুলাই ২০২২, সোমবার, ৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন

প্রতীকী ছবি
গত এক দশকে বিশ্বব্যাপী পানিতে ডুবে ২৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতি বছর বাংলাদেশে পানিতে ডুবে ১৪ হাজারের বেশি শিশু মারা যায়, যা ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। পানিতে ডুবে মারা যাওয়ার বেশির ভাগ ঘটনা ঘটে আশেপাশের জলাশয়গুলোতে, যার কারণে গ্রামেই এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে।
২৫ জুলাই ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রকাশিত এক প্রবন্ধে ইউনিসেফ এসব তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়ঃ পাঁচ বছরের কম বয়সী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হওয়া সত্ত্বেও পানিতে ডুবে মারা যাওয়া প্রতিরোধযোগ্য। শিশুদের সাঁতার শেখানো, জলাশয় ঘিরে বেড়া দেওয়া ও প্রাক-স্কুল শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্রের মতো নিরাপদ স্থান তৈরি করা এবং পরিবার, কমিউনিটি ও জাতীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো হাজার হাজার জীবন বাঁচানোর ক্ষেত্রে কার্যকর হিসেবে প্রমাণিত।
উল্লেখ্য, বিশ্বজুড়ে পানিতে ডুবে যাওয়াকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে স্বীকৃতি দিতে এবং পানিতে ডুবে প্রতিটি মৃত্যুই যে প্রতিরোধযোগ্য তা জোরালোভাবে তুলে ধরতে ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৫ জুলাইকে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করে।
পানিতে ডুবে মারা যাওয়া প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং শিশু ও কিশোর-কিশোরীদের সাঁতারে দক্ষ করে তুলতে ইউনিসেফ সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে কাজ করছে। এর পাশাপাশি ইউনিসেফ বাংলাদেশে শিশুদের আঘাত পাওয়া ঠেকাতে ““প্রিভেনশন অফ চাইল্ড ইনজুরি থ্রু সোশ্যাল-ইন্টারভেনশন এন্ড এডুকেশন (পিআরইসিআইএসই)” শীর্ষক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছে।”