ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
২৬ অক্টোবর ২০২৪, শনিবার

গত জুলাই-আগস্টে চলা  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। সেখানে এসআই, এএসআই, কনস্টেবলসহ মোট ৪৪ জন সদস্য নিহত হয়েছেন। একইসঙ্গে তালিকায় নিহতদের পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত একটি বার্তাও পাঠানো হয়। 

বার্তায় বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।

পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যে সকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে। 

তালিকায় উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পলিশের ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রাশেদুল ইসলাম গত ৫ই আগস্ট উত্তরা পূর্ব থানার সামনে, যাত্রাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) সুজন চন্দ্র দে ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে, উত্তরা পূর্ব থানার এসআই (নিরস্ত্র) খগেন্দ্র চন্দ্র সরকার ৫ই আগস্ট উত্তরা পূর্ব থানার সামনে, যাত্রবাড়ী থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় কুমার দাস ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে, কদমতলী থানার এসআই (নিরস্ত্র) ফিরোজ হোসেন ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে, ডিএমপি’র প্রটেকশন বিভাগের নায়েক/১৮৪৬৮ মো. গিয়াস উদ্দিন গত ২০শে জুলাই যাত্রাবাড়ী মহাসড়কে, যাত্রাবাড়ী থানার কনস্টেবল মো. আব্দুল মজিদ ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে, যাত্রাবাড়ী থানার কনস্টবল মো. রেজাউল করিম ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে, পিওএম পশ্চিমের কনস্টেবল মো. মাহফুজুর রহমান ৫ই আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায়, ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. শহিদুল আলম গত ৫ই আগস্ট উত্তরা পূর্ব থানার সামনে, ডিএমপি’র কল্যাণ ও ফোর্স বিভাগের কনস্টেবল মো. আবু হাসনাত রনি ৫ই আগস্ট উত্তরা পূর্ব থানার সামনে, কদমতলী থানার কনস্টেবল মীর মোনতাজ আলী ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সুমন কুমার ঘরামী গত ২রা আগস্ট লবণচরা থানাধীন গল্লামারী বাজারে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোহম্মদ আব্দুল মালেক ৫ই আগস্ট বাসন থানার সামনে, ঢাকা জেলা পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা ৫ই আগস্ট আশুলিয়ার মণ্ডলবাড়ি, ঢাকা জেলা পুলিশের এএসআই (নিরস্ত্র)/৭১২ রাজু আহমেদ গত ৫ই আগস্ট আশুলিয়া আফসার মণ্ডলের বাড়ি, কুমিল্লার তিতাস থানার এসআই (নিরস্ত্র) রেজাউল করিম ৫ই আগস্ট তিতাস থানা কম্পাউন্ডে, তিতাস থানার কনস্টেবল/৬৮৪ মুইনুদ্দিন লিটন ৫ই আগস্ট তিতাস থানা কম্পাউন্ডে, চাঁদপুরের কচুয়া থানার এসআই (নিরস্ত্র) মো. মামুনুর রশীদ সরকার ৫ই আগস্ট কচুয়া সরকারি কলেজ মাঠে, নোয়াখালীর সোনাইমুড়ী থানার এসআই (নিরস্ত্র) মো. বাছির উদ্দিন ৫ই আগস্ট সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে, নোয়াখালীর সোনাইমুড়ী থানার কনস্টেবল মোহাম্মদ ইব্রাহীম ৫ই আগস্ট সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার বাবু মিয়ার বাড়ি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. রইস উদ্দিন খান ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার বাবু মিয়ার বাড়ি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. তহছেনুজ্জামান ৪ঠা আগস্ট এনায়েতপুর থানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এসআই (নিরস্ত্র) প্রণবেশ কুমার বিশ্বাস ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার মিয়া বাড়ি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হোসেন ৫ই আগস্ট এনায়েতপুর থানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এসআই (নিরস্ত্র) আনিসুর রহমান মোল্যা ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার মিয়া বাড়ি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এএসআই (নিরস্ত্র) মো. ওবায়দুর রহমান ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার দেয়ালের পাশে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টেবল মো. আব্দুস সালেক ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার মিয়া বাড়ি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টেবল মো. হাফিজুল ইসলাম ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার মসজিদের সামনে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টেবল মো. রবিউল আলম শাহ্‌ ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার দেয়ালের পাশে, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টেবল মো. হুমায়ুন কবির ৫ই আগস্ট এনায়েতপুর থানার মিয়া বাড়ি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টেবল মো. আরিফুল আযম ৪ঠা আগস্ট এনায়েতপুর থানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টবল মো. রিয়াজুল ইসলাম ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার বাবু মিয়ার বাড়ি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টেবল মো. শাহিন উদ্দিন ৪ঠা আগস্ট এনায়েতপুর থানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কনস্টেবল মো. হানিফ আলী ৪ঠা আগস্ট এনায়েতপুর থানার বাবু মিয়ার বাড়ি, হবিগঞ্জের বানিয়াচং থানার এসআই (নিরস্ত্র) সন্তোষ চৌধুরী গত ৫ই আগস্ট বানিয়াচং থানায়, ঢাকার এসবি’র এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ৫ই আগস্ট বাইপাইল মসজিদের সামনে, নারায়ণগঞ্জ পিবিআই এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া গত ২১শে জুলাই রামপুরার বনশ্রীতে, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির ২০শে জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ, কুমিল্লা হাইওয়ে পুলিশের কনস্টেবল মো. এরশাদ আলী ৪ঠা আগস্ট ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানার এটিএসআই/৫৭ আলী হোসেন চৌধুরী ৫ই আগস্ট কসবা থানায়, ডিএমপি’র পিওএম দক্ষিণের কনস্টেবল ৩১৮০৫ মো. সুজন মিয়া ৫ই আগস্ট উত্তরা পূর্ব থানার সামনে ও শ্যামপুর থানার কনস্টেবল/১৭০৫৫ মো. খলিলুর রহমান ১৪ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শ্যামপুর এলাকায় মারা যান।

পাঠকের মতামত

পাকিস্তান ও ইসরায়েলের এজেন্টরা দীর্ঘ দিনের পরিকল্পনা করে পুলিশের উপর এই গনহত্যা চালিয়েছে ।।

Md ripon nabuat
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:০৫ অপরাহ্ন

পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ৪৪ জনের মধ্যে একজন ইন্সপেক্টর বাকি সবাই এসআই এএসআই এবং কনস্টেবল পদমর্যাদার। খেয়াল করুন, মামুন, মনিরুল, হারুন বিপ্লবদের সমপদমর্যাদার কেউই এই তালিকায় নেই। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক মদদে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা অবৈধ উপায়ে বিপুল বৃত্ত-বৈভবের মালিক হয়েছে। খেলা শেষে দেয়াল টপকে, হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয় পালিয়ে গিয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের আদেশে নিম্নস্তরের পুলিশ সদস্যরা ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করেছে এবং জনরুষে বেঘোরে রাস্তায় প্রাণ দিয়েছে। পুলিশ ভাইয়েরা, আগামীর বাংলাদেশ আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে: আপনারা কি দাবার গুটির মতো ব্যবহৃত হবেন; না জনতার পুলিশ হবেন?

Polash
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৫:৫৫ অপরাহ্ন

পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ৪৪ জনের মধ্যে একজন ইন্সপেক্টর বাকেরা সবাই এসআইএএসআই এবং কনস্টেবল পদমর্যাদার ব্যক্তি পুলিশ সদস্য

Polash
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৫:৪৪ অপরাহ্ন

গনহত্যার জায়গাগুলোতে এরা নিহত হয়েছে। - বলা হয়নি এরা কিভাবে মারা গেছে? - গনহত্যায় এদের কি ভুমিকা ছিল? - যারা নিরস্ত্র ছিল, তাদের অস্ত্রগুলো কোথায়? ধন্যবাদ পুলিশকে, তারা অন্তত একটা লিস্ট জাতির সামনে প্রকাশ করেছে, যাতে ফ্যাসিস্ট গুজবলীগ বিভ্রান্তি না ছড়ায়।

আশরাফ
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৩:৪৫ অপরাহ্ন

আমার থারণা যদি এরা গুলিবিদ্ধ হয়ে মরে থাকেন তবে ভারতের পুলিশ যারা ছদ্মবেশে বাংলাদেশের পুলিশের পোশাক পড়ে মাঠে ছিল তারই গুলি করেছে অথবা ছাত্রলীগ গুলি করেছে। ছাত্রদের হাতে অস্ত্র ছিলনা । যদি ইট পাটকেলের আঘাতে কেউ মারা গিয়ে থাকেন তাহলে ছাত্রদের ছুড়া ইটের আঘাত হতে পারে ।

Kazi
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ২:০৬ অপরাহ্ন

এক ইউটিউব ভিডিও তে দেখলাম যিনি স্বাধীনতা যুদ্ধের নিহতদের সংখ্যা বলেছিলেন তিন লক্ষ ! শেখ মুজিব ভুল বশত তিন মিলিয়ন মনে করে ত্রিশ লক্ষ বলেছিলেন। আওয়ামীলীগ ৪৪ জন কে ৩০০০ হাজার বানিয়েছে । ৩৫০ কোটি মেট্র স্টেশন মেরামতের খরচ হবে এই ভাবেই বাড়িয়ে মিথ্যাচার তাদের রক্তে প্রবাহিত।

Kazi
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ১:৫৮ অপরাহ্ন

যারা মিথ্যা প্রচার করে প্রশাসনের উচিৎ দ্রুত তাদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া

abdur rohim
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ১:৩৮ অপরাহ্ন

এসব পুলিশ হত্যাকাণ্ডের বিচার কি করবে বর্তমান সরকার?

Alamgir hossain
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ১০:১৭ পূর্বাহ্ন

শহীদ ছাত্র জনতার প্রকৃত সংখ্যা কবে জানা যাবে ?

Monir
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৯:৫০ পূর্বাহ্ন

৭১ সালে অনেক পাকিস্তানি সৈন্য এবং রাজাকার মারা গেছিল । ২য় বিশ্বযুদ্ধেও নাজী বাহিনীর অনেক সদস্য মারা গেছিল।

parvez
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৮:৫২ পূর্বাহ্ন

নিহত ৪৪। ধরে নিলাম হয়তো ভুল-বশত আরো দু একজন বেশী হতে পারে। অথচ আওয়ামী প্রপাগান্ডায় বলা হচ্ছে ৩০০০ পুলিশ নিহত। ভারত তথা আওয়ামী লীগের রাজনীতি এমনই। কোনটা সত্যি কোনটা মিথ্যে তা দেখার প্রয়োজন নেই যা বলবে তাই ওদের কর্মীরাও তার উপর বিশ্বাস করে হিটলারের প্রচার সম্পাদক গোয়েবলসের নীতিতে অটুট থাকে যে 'একটা মিথ্যা এক শত বার প্রচার করলে তা সত্যে পরিনত হয়ে যায়'। আওয়ামী লীগের হিসেব মত স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ যা হিসাব করলে দাঁড়ায় যুদ্ধের সময় প্রতি ঘন্টায় মৃতসংখ্যা ৪৭১ জন।

shohidullah
২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:১৬ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status