ভারত
ভিসা মেলেনি, পাক কন্যার সঙ্গে অনলাইনেই ‘নিকাহ’ সারলেন বিজেপি নেতার পুত্র
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২০ অক্টোবর ২০২৪, রবিবার, ৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৭ অপরাহ্ন
পাকিস্তানি তরুণীকে অনলাইনে বিয়ে করলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপি নেতার ছেলে। ভিসা না মেলায় অনলাইনেই ছেলের বিয়ে দিলেন জৌনপুরের বিজেপি নেতা তেহসিন শাহিদ। পাকিস্তানের মুসলিম কন্যা অন্দলিপ জেহরার সঙ্গে ছেলে মহাম্মদ আব্বাস হায়দরের দীর্ঘদিনের প্রেম। পথের কাঁটা না হয়ে বরং নজির গড়ে ডিজিটাল মাধ্যমে চারহাত এক করালেন বিজেপি নেতা।ভারত-পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্ক প্রথম থেকেই। তবে দু’দেশের মধ্যে সম্পর্ক ভালো না থাকলেও ভারত ও পাকিস্তানের নাগরিকদের মধ্যে বিয়ে নতুন কিছু নয়। সীমান্তের বাধা পেরিয়ে দু’দেশের বহু নাগরিকের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। পড়শি দেশের কন্যার সঙ্গে উত্তরপ্রদেশের জৌনপুরের বিজেপি নেতার ছেলের এমন বিয়ে স্বাভাবিকভাবেই সকলের নজর কেড়েছে। পাত্রী পাকিস্তানের লাহোরের বাসিন্দা। জানা যায়, শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় অনলাইনেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। জৌনপুরের এই অনলাইন বিয়ে এখন খবরের শিরোনামে। ইমামবাড়ায় উপস্থিত ছিলেন বরযাত্রীরা। আমন্ত্রিত ছিলেন বেশ কয়েক জন বিজেপি নেতাও। অন্য দিকে, লাহোর থেকে উপস্থিত ছিল কনেপক্ষও। শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু মৌলানা মেহফুজুল হাসান খান বলেন, ‘‘ইসলাম ধর্মের ‘নিকাহে’ পাত্রীর সম্মতি অগ্রগণ্য। মৌলানার মাধ্যমে তাকে কথাবার্তা বলতে হয়। তাই অনলাইনে ‘নিকাহ’ অসম্ভব কোনও ব্যাপার নয়। দুই তরফে মৌলনা উপস্থিত থেকে শুভ অনুষ্ঠান সম্পন্ন করে থাকেন। এ ক্ষেত্রেও তাই হয়েছে।’’বিয়ের পর বর মহাম্মদ আব্বাস হায়দার জানান, কনেকে ভারতে আনার জন্য তিনি ভিসার আবেদন করেছেন। আশা করছেন হাইকমিশনার শিগগিরই ভিসা মঞ্জুর করবেন।
সূত্র : হিন্দুস্থান টাইমস