শরীর ও মন
অটিজম শিশু চিকিৎসার বাস্তব অভিজ্ঞতা
ডা. এমএ হক, পিএইচডি
১৬ অক্টোবর ২০২৪, বুধবারগত ৯ই অক্টোবর ২০২৪ইং তারিখে আমরা অজিতার চিকিৎসা বিষয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করবো আহমদের বিষয়ে। আহমদ, বয়স ৪ বছর ৬ মাস। গত ৩ রা মার্চ ২০২৪ইং তারিখে আহমদ পিতা-মাতার সঙ্গে আমাদের সেন্টারে আসে। আহমদ অটিজমে আক্রান্ত; কথা বলতে পারে না, অস্থির, ছুটাছুটি করে, কারও সঙ্গে মেশে না। হ্যান্ড ফ্লাফিং করে, নিজের আঙ্গুল নিয়ে খেলা করে; নিজের মতো করে অর্থহীন শব্দ করতে থাকে। আহমদের মায়ের নিকট জিজ্ঞাসা করলাম আপনার সন্তানের সমস্যা কি বলুন? মা বললেন অটিজম; কথা বলে না। অস্থিরতা বেশি, সারাক্ষণ নিজের মতো করে অর্থহীন শব্দ বলতে থাকে- এই বলেই মা থামলেন। মাকে জিজ্ঞাসা করলাম আর কি সমস্যা? মা বললেন, আর মারামারি করে। আর কোনো সমস্যা নেই। এবার আহমেদের মাকে জিজ্ঞাসা করলাম আহমেদ কি হ্যান্ড ফ্লাফিং করে? মা বললেন হ্যান্ড ফ্লাফিং করে এবং আঙ্গুল নিয়ে আপন মনে খেলতে থাকে। আঙ্গুল মুখের মধ্যে দেয়। আবার জিজ্ঞাসা করলাম ও কি জিনিসপত্র ভাঙচুর করে? মা বললেন করে। মা বললেন, ডাক্তার সাহেব আমার ছেলে যেন কথা বলতে পারে সেভাবে চিকিৎসা দিবেন। আমি ও আমার গবেষকগণ রোগী পর্যবেক্ষণ করে দেখতে পেলাম আহমদ অটিজমে আক্রান্ত। সে কথা বলতে পারে না, হ্যান্ড ফ্লাফিং করে, অস্থির, ছুটাছুটি করে, কারও সঙ্গে মেশে না। নিজের আঙ্গুল নিয়ে খেলা করে। নিজের মতো করে অর্থহীন শব্দ করে, দুষ্টুমিতে ভরপুর। লজ্জা বোঝে না। উলঙ্গ অবস্থায় অন্য মানুষের সম্মুখে চলে যায়। অন্যকে মারে, জিনিসপত্র ফেলে দেয়। নিয়মিত পায়খানা হয় না। ছোটবেলাই নিউমোনিয়া হয়েছিল। তথ্যসমূহ অ্যানালাইসিস করে আহমদের চিকিৎসা শুরু করি। ফলোআপ: বর্তমানে আহমদ কথা বলে। তার অন্যান্য সমস্যাও তেমন নেই তবে এখনো সে সম্পূর্ণ সুস্থ নয়। তার চিকিৎসা চলমান।
পথ্য: পথ্য হিসেবে আহমদকে শিশুদের সুপার ফুড কিনুয়া আহার করার পরামর্শ প্রদান করি।
লেখক: পিএইচডি, এমফিল, ডিএইচএমএস। চিকিৎসক ও গবেষক (ক্রনিক ডিজিজ অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার)।
চেম্বার: নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ট্রিটমেন্ট অ্যান্ড রিচার্স সেন্টার (ড. হক হোমিও ট্রিটমেন্ট অ্যান্ড রিচার্স সেন্টারের একটি প্রতিষ্ঠান), বিটিআই সেন্ট্রা গ্রান্ড, গ্রাউন্ড ফ্লোর (জি-৪), ১৪৪ গ্রীন রোড, পান্থপথ, ঢাকা। মোবাইল: ০১৭০৭-০৭৩১৪১;