ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

তিন মাস পর্যবেক্ষণ এরপর কৌশল নির্ধারণ বিএনপি’র

কিরণ শেখ
১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার
mzamin

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পর্যালোচনা করে কৌশল নির্ধারণ করবে বিএনপি। আপাতত আগামী তিন মাস সরকারের নেয়া পদক্ষেপ ও উদ্যোগ পর্যালোচনা করবে দলটি। এরপর দলীয় কৌশল নির্ধারণ করা হবে। এই সময়ে সরকারকে সব ধরনের সহযোগিতা ও ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়ার বিষয়ে গুরুত্ব দেয়া হবে। দলের নেতারা নির্বাচনের বিষয়ে কথা বললেও নীতিনির্ধারক পর্যায় থেকে নির্বাচন প্রস্তুতির জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দেয়ার বার্তা দেয়া হচ্ছে। 

সময় বেঁধে না দিলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হোক- তা চায় না দলটি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সময় দু’মাস অতিবাহিত হয়েছে। আরও তিন মাস এই সরকারের পারফরমেন্স দেখতে চায় তারা। এরমধ্যে সরকারের কাজ সন্তোষজনক না হলে এবং নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা না হলে সরকারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে পারে দলটি।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত যেসব উদ্যোগ নিয়েছে তা নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে বিএনপি নেতাদের মাঝে। তারা মনে করছেন সরকারকে আরও তৎপর হওয়া দরকার। নির্বাচনসহ আরও কিছু বিষয়ে রোডম্যাপ ঘোষণা করা উচিত। এটি করা হলে সাধারণ মানুষ আশ্বস্ত হবে। দলগুলো নির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। 

সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে এটিও মনে করছেন নেতারা। এসব ষড়যন্ত্রের কারণে সরকার ব্যর্থ হলে বিএনপি বা গণ-অভ্যুত্থানে অংশ নেয়া সব দল ও মানুষ ব্যর্থ হবে বলে মনে করেন বিএনপি নেতারা। বিএনপি’র নীতিনির্ধারক পর্যায়ের একজন শীর্ষ নেতা মানবজমিনকে জানান, এই সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দ্রব্যমূল্যের দাম এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি, প্রশাসনে পুরো শৃঙ্খলা ফেরানো যায়নি। জুলাই-আগস্টে শহীদ ও আহতদের পুরো তালিকা প্রকাশ করতে পারেননি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি। সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই এবং কী পরিবর্তন করবে-সে বিষয়টিও অস্পষ্ট। এসব বিষয়সহ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং নির্বাচনের পথ সুগম করতে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। তবে সময়টা দীর্ঘ হলে নানা প্রতিক্রিয়া হতে পারে বলে নেতারা মনে করছেন। 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মানবজমিনকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস নিয়ে আলোচনা করতে গেলে যে কথাটি সর্বাগ্রে উল্লেখ করতে হবে- সেটি হচ্ছে এই যে, এ সরকারের ওপর দেশের মানুষের প্রত্যাশা হলো আকাশচুম্বী। এ কারণেই দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। কখন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে একটি জনপ্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠিত করবে। যে ভোটের অধিকার থেকে তারা দীর্ঘ ১৭ বছর বঞ্চিত ছিল। পাশাপাশি এটাও সত্যি যে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কিছু অত্যাবশ্যকীয় সংস্কারের প্রয়োজন রয়েছে। তাই এই সরকারের উচিত দেশের মানুষের মনস্তত্ত্ব উপলব্ধি করে যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কারগুলো সম্পন্নপূর্বক একটি  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এখানে উল্লেখ্য যে, কোনো কারণে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সত্য বিস্মৃত হয় তাহলে সেটা যে শুধু এ সরকারের জন্য বিপজ্জনক হবে তা নয়, সেটা দেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি করবে যা পুরো দেশ ও জাতির জন্য এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করবে।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা কাজ করছি এবং সরকারকেও সহযোগিতা করছি। ঐকমত্য হতে হবে এবং নির্বাচনী সংস্কার শেষে গণতন্ত্রের পথে চলতে হবে। সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ প্রেক্ষাপটে এসেছে। এর আগে আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে কিছু সময় লাগবে। এ জন্য সরকারকে বিএনপি যৌক্তিক সময় দিয়েছে। এর মানে এই নয় যে, দুই থেকে তিন বছর তারা থাকবে। এটা হতে পারে ৬ মাস কিংবা ১২ মাস। এর বেশি নয়। এ জন্য আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু ঠিক না করলে তাদের চাপ দেবে বিএনপি। যাতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করেন।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি। আর বিএনপি’র কৌশল কী হবে, তা বিএনপি’র নিজস্ব ব্যাপার। 

যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মানবজমিনকে বলেন, আমরা সরকারকে সময় দিতে চাই। মাত্র দু’মাস হয়েছে। এখনই মূল্যায়ন করার সময় হয়নি। কিন্তু যে গতিতে পরিস্থিতি উত্তরণে পদক্ষেপ নেয়া দরকার, তা দেখছি না! প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা আছে। তারা ষড়যন্ত্র করছেন। কিন্তু তাদের প্রমোশন দেয়া হচ্ছে! এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমরা দ্রুত নির্বাচন চাই এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার চাই।

ওদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা এবং সামনে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও কাজ করছে বিএনপি। ইতিমধ্যে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছেন দলটির নেতারা। এমনকি বিএনপি’র নেতৃত্বাধীন জোটগুলোর বাইরে থাকা বাম দলের নেতাদের সঙ্গেও বিএনপি নেতারা আলোচনা করেছেন। দলীয় সূত্রের দাবি, আগামীতে ভোটের মাধ্যমে যে সরকার হবে তা যেন অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করতে চায় বিএনপি। এ ছাড়া নির্বাচনের আগে জাতীয় স্বার্থে কিছু বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরিরও চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে বিএনপি ঘোষিত ৩১ দফার মূল বিষয়গুলোর ক্ষেত্রে অন্যান্য দলের সমর্থন আদায়েরও চেষ্টা হচ্ছে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় এখন আপাতত এই দলের বিষয়ে বিএনপিতে কোনো চিন্তা নেই। তবে দলটির এক সময়ের জোটসঙ্গী জামায়াতের সঙ্গে রাজনীতির মধ্যে অঘোষিত প্রতিযোগিতা হচ্ছে। যদিও বিএনপি নেতারা জামায়াত নিয়ে এখন প্রকাশ্যে কিছু বলছেন না। জামায়াত যে কার্যক্রম চালাচ্ছে সেটাকে রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। সামনের দিনে নির্বাচনী পরিবেশ তৈরি হলে নতুন দৃশ্যপট হতে পারে- এমনটাও মনে করছেন বিএনপি’র কোনো কোনো নেতা। 

পাঠকের মতামত

বিএনপির উচিত অন্তর্বর্তী কালীন সরকার বিষয়ে একটি সেল বা কমিটি গঠন করা।

মোঃ জামাল
১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:০৩ পূর্বাহ্ন

সরকারী অফিসের ট্রেড ইউনিয়নগুলিতো (বিএনপি দাবীদার) কিছু ফাকিবাজ কর্ম চারীদের নিয়ে অফিস বাদ দিয়ে সারাক্ষণ ট্রেড ইউনিয়ন অফিসে বসে বসে কে কি সুবিধা নিবে তা নিয়ে চরম ব্যস্ত। তারা অফিসের কাজ না করে মাসে মাসে সরকারী বেতনও খাচ্ছে।

মোঃ আনোয়ার হোসেন
১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১১:৪৯ পূর্বাহ্ন

জনাব অন্তর্বর্তী সরকার, সবিনয়ে আরজ এই যে, বর্তমানে দেশে যে সব কান্ড কীর্তন শুরু হয়েছে সে সব নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন না। কারণ: > আপনাদের সাহস নাই। > আপনাদের অভিজ্ঞতা নাই। > আপনাদের সক্রিয় কোন শক্তির সাপোর্ট নাই। > 'আপনারা আওয়ামী চেতনার লোক না' - এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত না। এমতাবস্থায় আগামী জুনের মধ্যে একটা ভাল নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশটাকে ইন্ডিয়ার দখল থেকে রক্ষা করুন।

সিরু
১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৯ পূর্বাহ্ন

ছাত্র জনতা বিপ্লব না ঘটালে আপনারা কি করতেন!!! পাঁচ বছর আওয়ামী লীগের শাসন মেনে নিতেন আর এখন সহ্য হচ্ছে না কয়দিন ও। নির্বাচন দিয়ে ক্ষমতা দিলে আপনারা কি শান্তি মতো দেশ চালানোর আপনাদের সেই মুরোদ নাই বলে জনগন বিশ্বাস করে।

Mozammel
১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৮:২১ পূর্বাহ্ন

রিজভি সাবের কথা দিয়ে ই মন্তব্য করব। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ বধ্যভূমি হবে । কথাটা একান্ত সত্য । তাই সাবধান! এমন কোন কাজ করবেন না যাতে আওয়ামী লীগ ফিরে আসে ।

Kazi
১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৬:৩৫ পূর্বাহ্ন

আমরা জনগন চাই, যে দেশের মধ্যে যে অরাজকতা বিরাজমান। সেই টা আগে নির্মুল করতে হবে৷ তারপর নিত্যপ্রয়োজিনিসের দাম কমিয়ে আনতে হবে যেন আমরা সাধারণ মানুষেরা খেতে পারি। সিন্ডিকেট ভাঙ্গতে হবে তাহলে মানে কি সকল কিছুর দাম কমে আসবে। এবং দেশে একটা স্বাভাবিক প্রকিয়া চলে আসবে। এখন কোন কিছুই ঠিক নাই।

মোঃ রাফি
১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৫:২৩ পূর্বাহ্ন

দিন যত গড়াবে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তত বাড়বে। যার সুবিধা নিতে ততপর হয়ে উঠবে ফ্যাসিবাদীগোষ্ঠী। ইতোমধ্যে এ ধারা শুরু হয়েছে বলেই অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ রাজনৈতিক চর্চায় নিজেদের মধ্যে যত গণতান্ত্রিক প্রতিযোগিতায়ই লিপ্ত হোক না কেন, ফ্যাসিবাদী শক্তি আবার যাতে মাথাচাড়া উঠতে না এবং এ বিষয়ে যেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী দলসমূহের মধ্যে ঐক্য ধরে রাখা যায় সেদিকে খেয়াল রেখে তাদের সম্মিলিত রাজনৈতিক কর্মপন্থা ঠিক করা উচিত। ইতোমধ্যে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। ফ্যাসিবাদ প্রতিরোধে আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহের প্রতি আহবান থাকবে ফ্যাসিবাদ প্রতিরোধে সর্বদলীয় কমিটি গঠন করার।

সোহেল
১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ২:১৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status