প্রথম পাতা
ইশরাক সমর্থকদের মৎস্য ভবন অবরোধ রাজপথে থাকার ঘোষণা
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে এবার নগর ভবন ছেড়ে রাজধানীর মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত সড়কে দিনভর অবরোধ করেছে তার সমর্থকরা। এ নিয়ে টানা সাতদিন ধরে আন্দোলন করছেন তারা। সড়ক অবরোধ করার ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার সকাল ১০টা থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে কয়েক হাজার মানুষ জড়ো হন সেখানে। অন্যদিকে দিনভর সমর্থকদের অবস্থানের পর সন্ধ্যায় অবস্থান কর্মসূচিস্থলে যান ইশরাক হোসেন। তিনি সেখানে ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি সমর্থকদের সঙ্গে অবস্থান করবেন। এর আগে একইদিন দুপুরে ইশরাক হোসেন তার সমর্থকদের উদ্দেশ্য করে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নতুন নির্দেশনা দেন।
অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে ইশরাক বলেন, আমি এখানে সে উদ্দেশ্যে আসিনি যে, এখন হাসিনা নেই, গিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে দিয়ে আসি। এসেছি এখানে একটা শান্তিপূর্ণ সমাধান করতে। আমাদের কারও পেছনে ফেরার সুযোগ নাই। বিএনপি’র রাজনৈতিক দল হিসেবে ফসল ঘরে তুলে আমাদের এখান থেকে যেতে হবে। আমাদের দাবিগুলো মানা না হলে আমরা এখান থেকে যাবো না। বক্তব্যে ইশরাক স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন, এখানে এখন আর মেয়র হওয়ার বিষয় নেই। এখন মৌলিক রাষ্ট্র ব্যবস্থার বিষয় চলে এসেছে। আসিফ মাহমুদের অবিলম্বে পদত্যাগ চাই। মাহফুজকেও পদত্যাগ করতে হবে। দুইজন উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা বা বৈরিতা কিছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র আর ভোটের অধিকারের জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আন্দোলনে নামতে হচ্ছে। আমি উনাদের জন্য শুভকামনা জানাই। উনারা পদত্যাগ করে উনারা যে দলের রাজনীতি করেন, সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করুক। সরকারের উপর আর হস্তক্ষেপ করবেন না। এটা আমরা হতে দেবো না। আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই। ইশরাকের এই ঘোষণার পর থেকে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে আছেন।
এর আগে সকাল থেকেই দিনভর বিক্ষোভ করে ইশরাকের সমর্থকরা। সরজমিন দেখা যায়, মৎস্য ভবন এলাকায় সিগন্যালে সড়কে বসে পড়েছে আন্দোলনকারীরা। ছোট-বড় আলাদা-আলাদা জায়গায় দলে দলে জড়ো হয়ে বসে ছিলেন তারা। মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি সড়ক, শাহবাগের দিকে সকল সড়ক কার্যত অচল হয়ে যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবন থেকে শুরু করে কাকরাইল মসজিদ হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়কের সব জায়গায় জড়ো হয়ে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা।
মৎস্য ভবন মোড় এবং কাকরাইল থেকে মিন্টু রোডমুখী সড়কে ছিল আন্দোলনকারীদের অবস্থান। এ দুই এলাকার সংযোগ সড়ক কাকরাইল মসজিদের সামনের সড়কসহ পুরো সড়ক জুড়ে অবস্থান নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা করতালি দিতে দিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। আমরা কিছু শুনবো না, যমুনা যমুনা। এ ছাড়াও বিএনপি’র সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দলীয় স্লোগান দিতে দেখা গেছে। সারাদিন বিক্ষোভ অবরোধের পর বিকাল সড়ে চারটার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে সড়কে আন্দোলনের গতি আরও বাড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। সরজমিন দেখা গেছে- বৃষ্টি শুরু হলে তারা দলে দলে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে কাকরাইল থেকে মৎস্য ভবন, আবার পুনরায় ফিরে আসেন কাকরাইলে। মিন্টু রোড়মুখী সড়কের প্রবেশমুখে অবস্থান নেন পুনরায়।