ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

সভাপতি নয়, সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হলেন তরফদার

স্পোর্টস রিপোর্টার
১৩ অক্টোবর ২০২৪, রবিবার
mzamin

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চলছে নির্বাচনী হাওয়া। গতকাল ছিল মনোনয়নপত্র কেনার শেষদিন। শেষদিনে সিনিয়র 
সহ-সভাপতি পদে মনোনয়ন কিনেছেন তরফদার রুহুল আমিন। যদিও সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদলেছেন তরফদার। তার পক্ষে মনোনয়ন নেন সাইফ পাওয়ারটেকের কর্মকর্তা নাজমুল করিম। একই পদে প্রথম দিনেই মনোনয়ন কিনেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বর্তমানে বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান। গতকাল শেষ বিকালে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনির হোসেন। এছাড়া গতকাল সভাপদি পদে দু’জন ও সহ-সভাপতি পদে আটজন তাদের মনোনয়ন তুলেছেন। সদস্য পদে ফরম বিক্রি হয়েছে ৪৩টি। ২০২০ সালে বাফুফে নির্বাচনে তিনি সভাপতি পদে ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত অংশগ্রহণই করেননি তরফদার রুহুল আমিন। নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ফুটবল থেকে। সবশেষ চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন তিনি। এবার কাজী সালাউদ্দিন পুনরায় নির্বাচন না করার ঘোষণার পর দিনই সভাপতি পদে নির্বাচনের কথা জানান এই ফুটবল সংগঠক। তবে সভাপতি পদের কথা বলে শেষ পর্যন্ত মনোনয়ন কেনেন সিনিয়র সহ-সভাপতি পদে। সিদ্ধান্ত বদল এই সংগঠকের জন্য নতুন কিছু নয়। এর আগেও সভাপতি পদে নির্বাচনের কথা বলে সরে দাঁড়িয়েছেন তিনি। এবারও একই দৃশ্য। তরফদার রুহুল আমিনকে সভাপতি পদে নির্বাচনের অন্যতম সমর্থক ছিলেন ময়মনসিংহ জেলা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। গতকাল তিনি সভাপতি ও সহ-সভাপতি পদে দুই পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র কিনে বাফুফে ভবনে উপস্থিত সাংবাদিকদের রেদোয়ান বলেন, ‘তরফদার ভাই সভাপতি কেন নির্বাচন করলেন না এটা উনি বলতে পারবেন। আমি সভাপতি ও সহ-সভাপতি দুই পদে মনোনয়ন সংগ্রহ করেছি। আমরা সুযোগ পেলে ফুটবল উন্নয়নের চেষ্টা করব।’ দুই পদে মনোনয়ন নেয়ার অর্থ সমঝোতার পথ খানিকটা খোলা। সেই দিকে ইঙ্গিত করে রেদোয়ান বলেন,‘ এখনো সময় আছে। আলোচনা হতে পারে। ফুটবলের স্বার্থে একক প্যানেল হলে সভাপতি পদ ছাড়তে রাজি রয়েছি।’ গতকাল শেষদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ব্রাহ্মণবাড়িয়া এফসি’র কাউন্সিলর শাহাদাত হোসেন জুবায়ের। তিনি সভাপতি ও সদস্য দুই পদেই মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে সভাপতি পদে চারজন মনোনয়ন কিনেছেন। এর আগে তাবিথ আউয়ালের পর সভাপতি পদে ফরম কিনেছেন দিনাজপুরের এসএম মিজানুর রহমান। বাফুফে নির্বাচনে ভোটার তালিকা নিয়ে আপত্তি ছিল রেদোয়ান ও কয়েকজন সংগঠকের। নিজে প্রার্থী হলেও সেই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে রেদয়োন বলেন‘ আমাদের সেই লড়াই অব্যাহত থাকবে। ডিএফএগুলোতে সালাউদ্দিন সাহেবরা অকার্যকর করে রেখেছেন। আমরা আসতে পারলে এটি সচল করব।’ গত মাসে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তরফদার। সেই সময় তাকে সমর্থন দেওয়া দুই সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও রুম্মন বিন ওয়ালি সাব্বিরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই দুজন সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। প্রথম দিনে সদস্য পদে ফরম কিনেছিলেন সত্যজিত দাস রুপু। গতকাল তিনি সহ-সভাপতি পদে আরেকটি ফরম কিনেছেন। এছাড়া গতকাল সহ-সভাপতি পদে আরো আটজন ফরম কিনেছেন। সহ-সভাপতির চারটি পদের বিপরীতে ১২জন ফরম তুলেছেন। সদস্যের ১৫ পদের বিপরীতে ৪৩টি ফরম বিক্রি হয়েছে। মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৪ ও ১৫ অক্টোবর, যাচাই-বাছাই ১৬ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সূচি ১৯ অক্টোবর সকাল থেকে ২০ অক্টোবর বেলা ২টা পর্যন্ত। মনোনয়নপত্রের ওপর আপত্তি দেওয়া যাবে ১৭ অক্টোবর। চূড়ান্ত নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। ২৬ অক্টোবর হোটেল ইন্টার কনটিনেন্টালে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।

সভাপতি : তাবিথ আউয়াল, এসএম মিজানুর রহমান, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান  ও শাহাদাত হোসেন জুবায়ের  
সিনিয়র সহ-সভাপতি : ইমরুল হাসান, তরফদার রুহুল আমিন ও মনির হোসেন
সহ-সভাপতি: ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরিফ, নাসের শাহরিয়ার জাহদেী, ফাহাদ করিম, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রশীদ সামসুল ইসলাম, শফিকুল ইসলাম মানিক, রুম্মন বিন ওয়ালি সাব্বির, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সত্যজিদ দাস রুপু, সামাদ চৌধুরী ও সৈয়দ হাসান কানন । 

সদস্য: তাসমিয়া রেজওয়ানা বিন্তি,  সাখাওয়াৎ হোসেন ভুঁইয়া শাহীন , ইয়াকুব আলী, ইকবাল হোসেন, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস,জাকির হোসেন চৌধুরী,মোহাম্মদ নজরুল ইসলাম, এবিএম মঞ্জুরুল আলম দুলাল
মাহফুজা আক্তার কিরণ, হাজী টিপু সুলতান, আনম আমিনুল হক মামুন,ইমতিয়াজ হামিদ সবুজ,সত্যজিৎ দাস রুপু, মানস চন্দ্র দাস ধলু, আমিরুল ইসলাম বাবু, বিজন বড়ুয়া, মাহমুদা খাতুন,আমের খান, মোহাম্মদ এখলাছ উদ্দিন, শফিউল আজম ভূইয়া, শরীফ উদ্দিন, মনজুরুল করিম, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন জনি, মাহিউদ্দিন আহমেদ সেলিম, সাইফুর রহমান মনি, খন্দকার রকিবুল ইসলাম, ডেইজি জাফর, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল করিম, শাহাদাত হোসেন, আব্দুল হাফিজ, জমিউদ্দিন খান খসরু, সৈয়দ শহিদুল ইসলাম, রিজায়উদ্দিন, নুরুজ্জামান, সামাদ চৌধুরী, সৈয়দ হাসান কানন, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, শাকিল মাহমুদ চৌধুরী ও শাহীন হাসান।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status