শেষের পাতা
ভারত আমাদের জন্য কিছু করবে না, করেও না
স্টাফ রিপোর্টার
১২ অক্টোবর ২০২৪, শনিবার
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষকে ভালোবাসতে হবে। কোনো ভিনদেশি আমার আপনার অধিকার আদায় করে দেবে না। নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। ভারত আমাদের জন্যে কিছু করবে না, করেও না। গতকাল পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনের আগে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরে রাজপথে পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডাররা আমাকে হামলা করে রক্তাক্ত করেছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমার পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু দেশে হিন্দু সম্প্রদায়ের এত সংগঠন, এসব সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা বা প্রতিবাদ অথবা সমবেদনা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। কারণ আমি বিএনপি’র রাজনীতি করি।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। আমার কথা হচ্ছে- সবার আগে মনোভাব পরিবর্তন করেন। আমি বিএনপি করি-এজন্য আমার বা আমার পবিারের ওপর হামলা হলে সমাবেদনা জানানো যাবে না-এ ধরনের মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের টান থাকতে হবে।
মসজিদ কিংবা মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না মন্তব্য করে গয়েশ্বর বলেন, মন্দির প্রাঙ্গণে বসে রাজনৈতিক চর্চা না করার আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে আমরা বাংলাদেশি। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, বাইরে থেকে কেউ এসে সেটা করবে না।
তিনি বলেন, এখনো মিডিয়া সত্য কথা বলতে পারে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার আন্দোলন হয়েছে, তেমনটা এখনো লক্ষ্য করা যাচ্ছে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব প্রমুখ। এ সময় আরও ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল প্রমুখ।
পাঠকের মতামত
দ্বন্দ,সংঘাতে উসকানি দেয়া,নিজেদের সুবিধার ধান্দা ছাড়া প্রতিবেশি কি কখনো কিছু করেছে? তারা আমাদের হিন্ধু ও মোসলমানের মাঝে বিভেদের সুযোগ খুজে আর নির্যাতনের কল্প কাহিনী দেশে বিদেশে প্রচার করে।
এক ধম সত্য কথা
ভারত এমন একটা দেশ যারা নিজের ছাড়া কোনো কিছুই চিন্তা করতেও পারে না়। আমরা নিতান্তই বোকা, তাই আমরা তাদের কাছে আশা করি। আমি বিভিন্ন দেশে ঘুরে দেখেছি, ভারতীয় মানুষের সাথে মিশে দেখেছি যে তারা ভিষণ রকমের সুবিধাবাদী।
UNIVERSAL TRUTH , I LIKE IT HIS SPEAK THE RIGHT
ভারত আগেও আমাদের জন্য কিছুই করে নাই আর কখোনোও করবেনা ওদের সার্থ ছারা।