বাংলারজমিন
টাঙ্গাইলে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
বাংলারজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:২৭ অপরাহ্ন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আজহার আলী ঠাকুরগাঁওয়ের মহেষপুর গ্রামের বাসিন্দা। তবে অন্য হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গগামী ট্রাকটি সল্লা এলাকায় পৌঁছালে ঢাকাগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ভেতরে তিনজন আটকা পড়লে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের বের করে আনেন। তবে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।