বাংলারজমিন
বাজিতপুরে দেশি-বিদেশি মদসহ গ্রেপ্তার ৬
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
কিশোরগঞ্জের বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার পাঠুলী গ্রামে অভিযান চালিয়ে ৪জন ও তাদের স্বীকারোক্তিতে উপজেলার হিলচিয়া বাজারের ওপারে নিকলী উপজেলার গুরুই ইউনিয়ন থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলে, খায়রুল ইসলাম (৪৮) আব্দুল বারেক (৪০), সাইদুল হক (২৬), মাহিবুর রহমান (২৪), মিজবাহ উদ্দীন (৩৭) ও মোহাম্মদ আলী (৫০)। পরে তাদেরকে বাজিতপুর থানায় সোপর্দ করেন। জানা গেছে, বাজিতপুর সেনাক্যাম্প গোপন সংবাদ পেয়ে ক্যাম্প কমান্ডার মেজর ইমতিয়াজ মাহমুদ, পিএসসি’র নির্দেশে একদল সেনা সদস্যকে নিয়ে গভীর রাতে অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের জবানবন্দিতে একাধিক স্থান থেকে ১৯ বোতল দেশি মদ এবং ৩৭ বোতল বিদেশি মদ, ৪টি মোবাইল, নগদ ১৯ হাজার ৩০০ টাকা ও মাদকদ্রব্য সেবনের জিনিসপত্র উদ্ধার করেন। আসামিরা স্বীকার করে যে, তারা ওসব মাদক নদীপথে উত্তরের বর্ডার থেকে স্টিলের নৌযান দিয়ে আমদানি করে পরে তারা বাজিতপুর নিকলীসহ দেশের বিভিন্ন স্থানে যুব সমাজের নিকট বিক্রি করেন। এই বিষয়ে বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার পর কোর্টে সোপর্দ করা হয়েছে।