শেষের পাতা
ছাত্র-জনতার আন্দোলন
৬৫ দিন পর গুলিবিদ্ধ রমজানের মৃত্যু
স্টাফ রিপোর্টার
১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবারবৈষম্যবিরোধী আন্দোলনে পল্টন থানার আওয়ামী লীগের পার্টি অফিস এলাকার পাশে গুলিবিদ্ধ মো. রমজান মিয়া জীবন (২৬) ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। গত ৫ই আগস্ট বিকালের দিকে গুলিবিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে ভর্তি করা হয়।
নিহতের বাবা জামাল মিয়া বলেন, আমার ছেলে আলু বাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করে। গত ৫ই আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে সংঘর্ষ চলাকালীন সময়ে তার মাথায় গুলিবিদ্ধ হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ আমার ছেলে মারা যান। তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাঠান ঘাঁটি গ্রামে। বর্তমানে পুরান ঢাকার আলুবাজার এলাকায় থাকি। আমার তিন মেয়ে ও এক ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ই আগস্ট ওই যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন। আজ বিকালে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।