প্রবাস
বিশ্বব্যাপী মাতৃভাষায় কোরআন প্রচার করবে 'একমেসেজ' সংগঠন
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ৯ অক্টোবর ২০২৪, বুধবার, ১০:৩০ পূর্বাহ্ন
গত মঙ্গলবার কানিংহাম পার্কে একমেসেজ সংগঠনের নেতৃবৃন্দ
মহাবিশ্বের একমাত্র পরিপূর্ণ এবং সর্বশেষ ঐশী গ্রন্থ আল-কোরআন নিজেদের মাতৃভাষায় পাঠ করা এবং বিশ্বব্যাপী সকল মানুষকে মাতৃভাষায় কোরআন পাঠে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 'একমেসেজ' নামে একটি প্লাটফর্ম গঠন করা হয়েছে।
বিশ্বব্যাপী সকল মানুষকে মাতৃভাষায় কোরআন পাঠে উদ্বুদ্ধ করতে আগ্রহী সকলের সঙ্গে কার্যকর যোগাযোগ ও এই উদেশ্যে প্রযোজনীয় কর্মসূচী পালনের মাধ্যমে মাতৃভাষায় কোরআন পাঠকে সকলের নিকট জনপ্রিয় করে তোলাই এই সংগঠনের মূল উদেশ্য।
নিজ মাতৃভাষায় কোরআন পাঠে আগ্রহী এবং অন্যকে কোরআন পাঠে আমন্ত্রণ জানাতে ইচ্ছুক সকল মানুষকে এই প্লাটফর্মে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন 'একমেসেজ' সংগঠনের উদ্যোক্তারা।
বিগত কয়েক মাসের প্রচেষ্টা শেষে গত মঙ্গলবার কুইন্সের কানিংহাম পার্কে দিনভর মাতৃভাষায় কোরআন অধ্যয়ন এবং মাতৃভাষায় কোরআন পাঠের প্রয়োজনীয়তা বিষয়ে বিশদ আলোচনার পর এই প্লাটফর্ম গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে 'একমেসেজ' সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কোরআন গবেষক ও অনুবাদক সৈয়দ ওয়ালিউল আলম বলেন, 'মাতৃভাষায় কোরআন পড়ি/কোরআন পড়েই কোরআন জানি' স্লোগানে সংগঠিত আমাদের 'একমেসেজ' সংগঠনের মাধ্যমে মাতৃভাষায় কোরআন পাঠের প্রয়োজনীয়তাকে আমরা একটি আন্দোলনে রূপ দিতে চাই।
'একমেসেজ' সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তক ও কোরআন গবেষক মোর্শেদ আলম বলেন, আমরা এমন একটি বিশ্বের কল্পনা করি যেখানে প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব ভাষায় আল-কোরআনের গভীর জ্ঞান অনুভব করতে পারে। এই প্রচেষ্টায় বিশ্বব্যাপী আগ্রহী সকল মানুষকে সংযুক্ত করতে আমরা একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে কাজ করতে চাই।
'একমেসেজ' সংগঠনের সভাপতি ও কোরআন প্রচারক রফিক চৌধুরী বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো, একটি বিশ্ব সম্প্রদায় তৈরি করা, যারা মাতৃভাষায় কোরআন পাঠ এবং অধ্যয়নকে ব্যাপকভাবে গ্রহণ করে এবং লালন করে-যার ফলে পৃথিবীর মানুষ একটি শান্তিপূর্ণ, আলোকিত বিশ্বের দিকে পরিচালিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক নুরুল খান এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন তরুণ কোরআন গবেষক মোঃ আশিকুর রহমান ভুইঁয়া। এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন কাউসার মুমিন।
'একমেসেজ' সংগঠনের ওয়েবসাইট 'AKMESSAGE ডট কম-এর চলমান নির্মাণ কাজে শেষে শিগগিরই সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। বাংলাদেশে "সহজ বাংলা কুরআন" বুঝে পড়ার প্রয়োজনীয়তা প্রতিটি পরিবারকে জানাতে আপনাদের প্লাটফর্মে সম্পৃক্ত রাখলে কৃতজ্ঞ থাকবো।