খেলা
চাপে ভারত আত্মবিশ্বাসী পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, রবিবারএবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান নারী দলের শুরুটা হয়েছে একদম বিপরীতভাবে। শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করেছে পাকিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরেছে ভারত। দুই দল আজ মুখোমুখি হবে বিকাল ৪টায়। ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতবারের দেখায় পাঁচবার জিতেছে ভারত, দুবার পাকিস্তান। আর সব মিলিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে ১৫ বার মুখোমুখি সাক্ষাতে ভারতের জয় ১২, পাকিস্তানের ৩। পাকিস্তান প্রথম ম্যাচে জিতলেও ব্যাটিং নিয়ে সমস্যা রয়েছে, একই দশা টিম ইন্ডিয়ারও। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইও করতে পারেনি ভারত। ১৬০ রান তাড়ায় ১০২ রানে থামে তাদের ইনিংস। হার নিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ‘প্রথম ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। ফিল্ডিংয়েও বেশ কিছু ভুল-ত্রুটি হয়েছে। ব্যাটিংয়েও নিয়মিত বিড়তিতে উইকেট পড়েছে।’ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থাকায় এটাকে বলা হচ্ছে ‘গ্রুপ অফ ডেথ’। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই ভারতের। স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের রান খরা চিন্তায় ফেলতে পারে দলটিকে। তবে দুবাইয়ের উইকেটে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে হবে স্পিনার দীপ্তি শর্মা, আশা শোভনাদের। পাকিস্তান নিয়ে হরমনপ্রীত বলেন, ‘আমরা জানি, এই গ্রুপে টিকে থাকতে হলে ভালো পারফরম্যান্স করতে হবে। যেমন চেয়েছিলাম, তেমন হয়নি শুরুটা। তাই এখন সব ক’টা ম্যাচ আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো।’ শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন পাকিস্তান ক্যাপ্টেন ফাতিমা সানা। বলা যায় একাই ম্যাচ জেতান সেদিন। ভারতের বিপক্ষেও মোমেন্টাম ধরে রাখতে চান তিনি। ফাতিমা বলেন ‘এত বড় একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। সেখানে এমন একটা জয় টিমের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই মোমেন্টামটা ধরে রাখতে হবে।’