বাংলারজমিন
সারা দেশে শিক্ষক দিবস পালিত
বাংলারজমিন ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, রবিবার
সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা ও র্যালি করেন শিক্ষকরা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে গতকাল সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নয়াবাজার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল মালেক মিয়া, বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট নিলুফা ইয়াসমিন। কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবুল আক্তার, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা বেদৌরা আলীসহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী।
জয়পুরহাট প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের প্রধান সড়কে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মিজানুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুহুল আমিন, আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ।
কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শোভাযাত্রা শেষে মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা শহীদ সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, মো. ইসলামুল হক মিঠু, ভুধর চন্দ্র সানা, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, প্রধান শিক্ষক মুস্তারুন্নেসা প্রমুখ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১০টার দিকে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ছবির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল হক বাবুল ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাইমারি) মো. জনাব আলীও বক্তব্য রাখেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়। শনিবার এ উপলক্ষে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা সুলতানা প্রমুখ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এ উপলক্ষে শহরের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিল্লুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক আলাউদ্দীন প্রমুখ।
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: দেলদুয়ারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ আল নূরের সভাপতিত্বে শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি মো. আতিকুর রহমান।
লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহন উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে ২৫ জন শিক্ষককে সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, মাদ্রাসা ও কলেজের অবসরপ্রাপ্ত সুপার এবং অধ্যক্ষগণ। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মণ্ডলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সুপার এবং অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কমলনগর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির আয়োজনে এ আলোচনা সভা হয়। মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আমানত উল্যাহ কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজ, চরবসু এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক, প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সহিদ।
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান। তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. হুমায়ুন কবীর প্রধান অতিথির বক্তব্য দেন।
নড়াইল
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এমএম আরাফাত হোসেন। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
ধনবাড়ী
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: ধনবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ধনবাড়ী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
বরুড়া
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: বরুড়ায়ও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরুড়া সদরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মংয়ের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বন সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরগঞ্জ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারী বর্ষণকে উপেক্ষা করে গতকাল উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান প্রমূখ।
পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে পটুয়াখালীতে র?্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৯টায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে জেলা প্রশাসন ও শিক্ষক পরিবারের আয়োজনে এক র?্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে র?্যালি শেষ হয়। পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
ভাঙ্গুড়া
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।’ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
পাটগ্রাম
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: পাটগ্রামে শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বর হতে একটি রেলি বের হয়। এতে সর্বস্তরের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পাটগ্রাম শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, সভাপতিত্ব করেন ওয়ালিউর রহমান সোহেল। পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু. সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মাদ্রাসার অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন।
বেলকুচি
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে কলেজ, হাইস্কুল, প্রাইমারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে বর্ণাঢ্য র?্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া’র সভাপতিত্বে শিক্ষক নিশানি হায়দার ও আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা প্রমুখ।
তাহিরপুর
সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল প্রমুখ।