অনলাইন
সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী আর নেই
অনলাইন ডেস্ক
(৬ মাস আগে) ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর সকালে তাকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে নানা বাড়িতে (প্রখ্যাত ‘মুন্সেফ বাড়ি’) জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ঢাকার সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন তিনি। এরপর লন্ডনের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস, এডিনবার্গ ও গ্লাসগো থেকে এফআরসিপি ও এসসিপিএস লাভ করেন।
ঢাকায় মেডিসিন বিভাগের খ্যাতিমান চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের চিকিৎসাসেবা দিয়েছেন তিনি। বিটিভিতে তার ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয়।
১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাকালীন প্রথম মহাসচিব হন বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৯ সালে বদরুদ্দোজা চৌধুরী তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া—দুই সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপালন করেছিলেন।
২০০১ সালের ১৪ নভেম্বর অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০০২ সালের ২১ জুন প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন তিনি।
পরে ২০০৪ সালের ৮ মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি। তার ছেলে মাহী বি চৌধুরী দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য।
পাঠকের মতামত
মহান আল্লাহ ওনাকে জান্নাত নসীব করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা উনাকে ক্ষমা করুন,উনার রুহের উপর খাস রহমত বর্ষন করুন এবং উনাকে সর্বোচ্চ জান্নাত দান করুন। আমিন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনাকে শেষ বিচারে মাফ করে দিন। উনি একজন খ্যাতিমান চিকিৎসক এবং রাজনীতিবিদ ছিলেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ পাক রাব্বুল আ-লামীন অত্যন্ত মেহেরবানী করে তোমার এ-ই বান্দাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিও। আমিন।
শেষ বয়সে এসে এভাবে নিচে নামবে এই লোক তা কল্পনাতীত। নিজে হয়েছে আওয়ামী দোসর, ছেলেকে বানিয়েছে লুটপাটকারি, দুর্নীতিবাজ। ফি নারি জাহান্নামা...
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
Innalillahi Wainnailaihi Rajiun
বেঈমান হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবেন ,
Innalillahe wa inna ilaihe rajiun. May Allah grant him the Jannatul Firdaus, Ameen.
ইন্নালিল্লাহি অয়া ইন্না ইলাইহি রাজিউন.। অনেক ভাল মানুষ ছিলেন।আল্লাহ উনাকে জান্নাত দান ক রুন।আমীন।তার ছেলে একটা সুবিধাভূগী বাটপার।আল্লাহ উনার ছেলেকে হেদায়াত দান করুন।
Innalillah wainna Elahi Rajiun.He was my physician once 1990era.Then I saw him with close distance and I very grateful to his good professional behavior.I wish to Almighty may give him Jannatul ferdaus(Amin).
এখানে লেখা উচিত ছিল তিনি বিএনপির চাপে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগে বাধ্য হন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Innalillahe wa inna ilaihe rajiun. May Allah grant him the Jannatul Firdaus, Amin.
ইন্নালিল্লাহে অয়াইন্নাএলাহে রাযিউন
চিকিৎসক ও রাজনীতিক হিসেবে তাঁর সেবা পেয়েছি। মহান আল্লাহ তাঁর হিসাব সহজ করে দিন!
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ৱাজিউন
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাসিনার দোসর, সারাজীবন বিএনপির খেয়ে পরে দেশের সর্ব্বোচ্চ পদে আসিন হয়। বিএনপির সাথে গাদ্দারি করে গলাধাক্কা খেয়ে বঙ্গভবন থেকে বিদায় হয়। জাতি এ গাদ্দারের মৃত্যূতে মোটেও ব্যাথিত নয়।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তিনি ছিলেন একজন ভালো মানুষ,একজন খ্যাতিমান চিকিৎসক, পরিচ্ছন্ন রাজনিতিবিদ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন...আমিন
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন