ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

পরিবার নিয়ে দখলে থাকা স্কুলের কক্ষ ছাড়লেন সেই প্রধান শিক্ষক

সুনামগঞ্জ প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৪, শনিবার
mzamin

দৈনিক মানবজমিন এ সংবাদ প্রকাশের পর অবশেষে স্কুল ভবনের দুইকক্ষের দখল ছাড়লেন ‘শাল্লার শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল। এর আগে গত ৩রা অক্টোবর মানবজমিন- এ ‘বিদ্যালয়ের কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস প্রধান শিক্ষকের’- শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে বিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু হয় এলাকায় আলোচনা-সমালোচনা। একপর্যায়ে গতকাল ভবনের কক্ষ থেকে আসবাবপত্র সহ মালামাল সরিয়ে উপজেলা পরিষদের কোয়ার্টারে ওঠেন তিনি। সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, মানবজমিন-এর সংবাদটি আমাদের নজরে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবন থেকে তার পরিবার- পরিজন অনত্র সরিয়ে নিয়েছেন। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি, মো. আলাউদ্দিন জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে? তারপর তাকে নির্দেশ দেয়া হয়েছে স্কুলের কক্ষ থেকে পরিবার সহ মালামাল সরাতে।

পাঠকের মতামত

বাংলাদেশের ভাটি অঞ্চল এ যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ কোন কোন এলাকার। এইসব এলাকার স্কুল শিক্ষকদের থাকার জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন করার দরকার। স্কুলের সংলগ্ন। অনেক ক্ষেত্রেই অবিবাহিত শিক্ষক পাশের গ্রামের ধনীর বাড়িতে থাকেন, ছাত্র পড়ানোর বিনিময়ে। তাদের বেতন খুব বেশি না হওয়ার কারণে তারা পাশের গ্রামে করো বাড়ি ভাড়া করার সামর্থ্য নাই। দূরের শিক্ষকদের তাই এভাবেই স্কুলের কক্ষে থাকতে হয়, মজবুর হয়ে

Kazi
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১২:২৫ অপরাহ্ন

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা মানবজমিনের রিপোর্টের পর অবশেষে নড়ে চড়ে বসলেন! এতদিন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন! আর কতকাল আপনারা এভাবে ঘুমাবেন।

GMA Zafar
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

এ অপকর্মের জন্য উনাকে শাস্তির আওতায় নিয়ে আসুন।

Raju
৫ অক্টোবর ২০২৪, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status