ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বদিউল আলম মজুমদারের নেতৃত্বে আট সদস্যর নির্বাচন সংস্কার কমিশন গঠন

স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে আট সদস্যবিশিষ্ট সংস্কার কমিশন গঠিত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সংস্কার কমিশনে অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী, নির্বাচন বিশেষজ্ঞ ড. মো: আব্দুল আলীম, রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার ডা: জাহেদ উর রহমান, শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং শিক্ষার্থী প্রতিনিধি।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করিয়া বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’ নামে কমিশন গঠন করা হলো।

সেখানে আরও বলা হয়,  সংস্কার কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে  এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে। কমিশনের প্রধান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন/সম্মানি ও সুযোগ-সুবিধা পাইবেন; তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাহিলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করিতে না চাহিলে তা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করিতে পারিবেন। প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা কমিশনের চাহিদানুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।

কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করিতে পারবে; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়।

পাঠকের মতামত

জেসমিন টুলির অনড় অবস্থান এর কারণে ২০১০ সালের চসিক নির্বাচনে আওয়ামী লীগের কারচুপি ব্যর্থ হয়।তখন তিনি ছিলেন রিটার্নিং অফিসার। তাকে রাখা ভালো হয়েছে বলে মনে করি।

Zahed Hasan
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৫:০৫ অপরাহ্ন

‘নোটা’ (NOTA — None of the Above, বাংলায় ‘কেউ পছন্দ নয়’)। নোটা ভোটের বিধান চাই বদিউল আলম মজুমদারের নিকট আবেদন জানাচ্ছি। ভোট দেওয়া যেমন নাগরীকের গণতান্ত্রিক অধিকার প্রার্থী পছন্দ না হলে তেমন 'না' ভোট দেওয়ার অধিকারও নাগরীকের।

মিলন আজাদ
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৩:০২ অপরাহ্ন

জেসমিন টুলিকে বাদ দেওয়া হউক।।

তাজুল ইসলাম
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৫৫ অপরাহ্ন

জেসমিন টুলিকে বাদ দেওয়া হউক।।

তাজুল ইসলাম
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৫৫ অপরাহ্ন

৯০ দিন যেন না লাগে সে ভাবে করবে, এই প্রত্যাশা করি।

সিরু
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:০৯ অপরাহ্ন

ইসি সংস্কার কমিশনে জায়গা পেলো সাবেক রোকেয়া হলের ছাত্রলীগ নেত্রী জেসমিন টুলী। কিভাবে স্বম্ভব??

আমিন
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১২:১১ অপরাহ্ন

মন্তব্য প্রকাশ করা হয় নি কেন

ইরফান
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৮:২৬ পূর্বাহ্ন

যাদের নাম দেখলাম তারা অত্যন্ত যৌগ্য। আশা করি তারা ভাল একটি নির্বাচন ব্যবস্থা দিতে পারবেন।

Khalil
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ৬:৩৯ পূর্বাহ্ন

আবার জেসমিন টুলি ????

Mirza
৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status