খেলা
ভিন্ন সেঞ্চুরি নাহিদা-জ্যোতির
স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
একজন অধিনায়ক, আরেকজন সহ-অধিনায়ক। বাংলাদেশ নারী দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তার। দুজনই গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভিন্ন সেঞ্চুরি করলেন। জ্যোতি খেললেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। আর নাহিদা প্রথম বাংলাদেশি হিসেবে পূর্ণ করলেন টি-টোয়েন্টিতে ১০০ উইকেট। গতকাল স্কটল্যান্ডের বিরুদ্ধে টস করতে নেমেই দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে একশ’ টি-টোয়েন্টি খেলার রেকর্ড ছুঁয়ে ফেলেন জ্যোতি। দ্বিতীয় সর্বোচ্চ সাবেক অধিনায়ক সালমা খাতুন টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯৫টি। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রুমানা আহমেদ ও নাহিদা আক্তার ৮৭টি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জ্যোতি রান সংখ্যাতেও সবাইকে ছাড়িয়ে। ৯৩ ইনিংসে ১৯৪৪ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। ১ যেখানে সেঞ্চুরির সঙ্গে ৮ ফিফটি আছে তার নামের পাশে। রান সংখ্যায় এরপরই আছেন ফারজানা হক। যার রানের সঙ্গে জ্যোতির পার্থক্য ৬৯১।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে করাচিতে প্রথম টি-টোয়েন্টি খেলেন জ্যোতি। ৯ বছরে করলেন ম্যাচ খেলার সেঞ্চুরি। তবে ব্যাটার হিসেবে শততম ম্যাচটি ভালো যায়নি জ্যোতির। ১৮ বলে করেছেন ১৮ রান। উইকেটের পিছনে মিস করেছেন একটি স্টাম্পিংও। তবে একই দিনে বাংলাদশ ১০ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে ম্যাচ জিতেছে। ফলে অধিনায়ক হিসেবে দিনটা আরও স্মরণীয় হয়ে উঠেছে জ্যোতির জন্য। একই ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা। ৮৮টি ম্যাচ খেলে ৮৭ ইনিংসে এমন কীর্তি গড়লেন এই বাঁহাতি স্পিনার। এদিন ৪ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট নেন নাহিদা। বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সালমা খাতুন। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট নেন তিনি। এ ছাড়া ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সেরা উইকেটশিকারি রুমানা আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাকিস্তানের নিদা দারের। ১৫৬ ম্যাচে তার ১৪৩ উইকেট।