অনলাইন
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২ অক্টোবর ২০২৪, বুধবার, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
চাকরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় শ্রমিকরা চাকরিসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধ করে রাখার কারণে উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুরে বেশ কয়েকটি কারখানায় ছুটি দেয়ার খবর পাওয়া গেছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে সকাল থেকে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর পেয়েছি। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।