ভারত
মাঙ্কিপক্সের ভয়ানক ভ্যারিয়েন্টের খোঁজ মিললো ভারতে
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেইনে আক্রান্ত গুরুতর অসুস্থ হতে পারেন। এই স্ট্রেইন দ্রুত ছড়িয়েও পড়ে। ভারতে এই প্রথমবার মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেইনে আক্রান্তের খোঁজ পাওয়া গেল। কেরলের মালাপপুরম জেলার এক বছর আটত্রিশের ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেইন পাওয়া গিয়েছে। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। আক্রান্ত ব্যক্তি বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তার চিকিৎসা চলছে। সরকারি সূত্র বলছে, “মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেইন নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই স্ট্রেইন ভারতে প্রথম পাওয়া গেল।”
সংবাদ সংস্থা এএনআই-র প্রশ্নে কেরলের আক্রান্ত ব্যক্তির দেহে ক্লাড ১ স্ট্রেইন পাওয়ার কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র মনীষা ভর্মা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই যুবক। ত্বকে র্যাশ বেরিয়েছিল। উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের। নমুনা পরীক্ষা করা হলে শরীরে এমপক্সের সংক্রমণ ধরা পড়ে। সবচেয়ে বড় কথা, সেই সংক্রমণ মাঙ্কিপক্সের নতুন উপরূপ ক্লাড ১বি-এর। এর আগে দিল্লিতে বছর ছাব্বিশের এক যুবকের দেহে মাঙ্কিপক্সের হদিশ পাওয়া গিয়েছিল। হরিয়ানার হিসারের ওই যুবক মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে, আফ্রিকার এমন একটি দেশ থেকে ভারতে আসেন। তবে তার দেহে মাঙ্কিপক্সের ক্লাড ২ স্ট্রেইনের হদিশ পাওয়া যায়। ক্লাড ২ স্ট্রেইন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অবশ্য কোনও সতর্কতা জারি করা হয়নি। মাঙ্কিপক্সের নতুন উপরূপ ক্লাড ১ বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। যেহেতু সেটি দ্রুত গতিতে সংক্রমণ ছড়ায়। অফ্রিকায় এভাবে ছড়ানোর পর গত আগস্ট মাসে এমপক্স নিয়ে গোটা বিশ্বে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি বছরে আফ্রিকা মহাদেশে ৩০ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র : রয়টার্স