ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

কবিতা

তফাজ্জলের শেষ প্রহর

আবু জুবায়ের

(২ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৪ অপরাহ্ন

রাতের নিস্তব্ধতায়, ফজলুল হকের হলের অন্ধকারে
একটি অসহায় ছায়া দাঁড়িয়ে—
তফাজ্জল, ক্ষুধার্ত, ভাঙা হৃদয়ের মানুষ
খুঁজছিলো একটুকরো খাবার, একটুকরো মায়া।
মা নেই, বাবা নেই, ভাইও চলে গেছে
তার জীবন যেন একাকীত্বের এক দীর্ঘশ্বাস—
প্রেমের আঘাতে যে মন ভেঙেছিল
আজ সেই মন আরোও ভেঙে পড়েছে সমাজের নির্মমতায়।
"আমাকে মারবেন না," কাঁপা কণ্ঠে চিৎকার করে বলেছিল তফাজ্জল,
"আমি চোর নই, আমি ক্ষুধার্ত শুধু, ভাই।"
কিন্তু কে শোনে সেই আর্তি?
কে বোঝে ক্ষুধার নিরব কান্না?
শিক্ষার আঙিনায়, জ্ঞানের মশালে যারা আলোকিত
তারা কি হারিয়েছে মনুষ্যত্বের আলোকছটা?
তাদের হাতে একটি তরতাজা  প্রাণের শেষ নিঃশ্বাস
তফাজ্জলের নিঃশেষ হয়ে যাওয়া জীবনের করুণ পরিণতি।
তুমি কি দেখেছিলে তার চোখের ভিতর?
সেখানে ছিল মায়ের মায়া, বাবার স্মৃতি
তুমি কি শুনেছিলে তার চুপচাপ, নীরব  কান্না?
নাকি সেই কান্না ঢাকা পড়ে গেলো নির্মম আঘাতের শব্দে?
একবারও কি কেউ ভাবল না
এই মানুষটা কি সত্যিই চোর?
না, তার অপরাধ ছিল একজন ক্ষমতাহীন মানুষ 
তার দোষ ছিল তার ক্ষুধার্ত দেহ আর শূন্য মন।
তফাজ্জল হারিয়ে গেলো সেই রাতের গভীরে
মেডিকেলের ঠাণ্ডা বিছানায়, নিস্তব্ধতায়—
তার পাশে ছিল না কেউ,
তার জন্য কাঁদার মতো পরিবার নেই, নেই কোনো বন্ধু।
নেই কোন ছাত্রপক্ষ , প্রতিবাদী রাজনৈতিক দল 
নেই সেনাবাহিনী কিংবা 
তাঁকে আগে থেকে চিনতো না অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস । 
আজ তার গল্প পড়ে বুকের ভেতর একচিলতে ব্যথা অনুভব করছি 
কান্না আসছে খুব , কিন্তু তফাজ্জল  তো আর  ফিরে  আসবে  না—
ওদের ফিরে আসা না আসায়  কোন আফসোস নেই কারও 
তার গল্প যেন একেকটি  নিঃশব্দ কান্নার প্রতিধ্বনি
এ সমাজ কি কখনো বুঝবে সেই কান্নার ভাষা? 
তফাজ্জলের মৃত্যুর পর, এই পৃথিবী কি কিছু শিখবে?
নাকি এমন আরও কত তফাজ্জল
হারিয়ে যাবে নিঃশব্দে,
একটু মায়া, একটু মানবিকতা না পেয়ে?
তফাজ্জল, তুমি আজ নেই, কিন্তু তোমার কান্না রয়ে গেছে—
আমাদের হৃদয়ের মধ্যে যা কখনো মুছে যাবে না
কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে আমার  - 
তফাজ্জল যখন মারা যাচ্ছিলো তখন কী  বুঝতে পেরেছিল ও  মারা যাচ্ছে ? 
নাকি মনে  করেছে আরেকটু ব্যাথা সহ্য করতে  পারলে ওরা আবার ভাত খাওয়াবে!  

প্যারিস , ১৯ সেপ্টেম্বর ২০২৪

পাঠকের মতামত

আশাহত মানুষের মত বলতে বাধ্য হচ্ছি, এমনি করে আরো কিছু বছর পর, হয়তো,আবারো কোন নতুন তোফাজ্জল এই নির্মমতার শিকার হবে। এর কোন শেষ নেই। কিন্তু শাস্তিটা অবশ্যই পেতে হবে, এই নিষ্ঠুরতার।

শেখ মমতাজ শিরীন ময়না
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৪:০৩ অপরাহ্ন

আহা, কী করুণ মৃত্যু তোফাজ্জলের ! যতোবার এই দুর্বিষহ ঘটনার কথা মনে পড়ে, বেদনায় নীল হয়ে যাই। কবিতাটি অবশ্যই দারুণ হয়েছে । বিশেষ করে শেষের দুই লাইনে মৃত্যুমুখী তোফাজ্জলের যে মানসিক আর্তি প্রকাশ পেয়েছে, তা এই কবিতাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ।

হাসান আল জামী
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫:১৩ অপরাহ্ন

ভীষণ মর্মস্পর্শী।বুক ফেটে কান্না সামলাতে পারছি না!এই ২০২৪এর নতুন বাংলাদেশেও আমরা অসভ্য!আমরা কবে সভ্য হবো?

Zafar Ahmed
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৮ পূর্বাহ্ন

শেষের দুটি পংক্তি ভাবাবে কী?আমাদের জাগাবে কী?নাকি রয়ে যাবে বিলুপ্ত রেনেসাঁর অন্তহীন গভীরে?

মো:খাইরুল ইসলাম সরকা
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১২:০৪ পূর্বাহ্ন

ঘটনাটি আইনের শাসনের অভাবে বিবেকহীন সমাজব্যবস্থার করুন পরিণতির একটি নির্দয় ছবি ।

md iqbal
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৭ অপরাহ্ন

Shame on university of Dhaka, human being are not study in this school.

Sujan
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪২ অপরাহ্ন

Shame on university of Dhaka, human being are not study in this school.

Sujan
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪২ অপরাহ্ন

আসলে কান্না চলে আসে। বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি যে বলবো?

ফয়সাল
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৮ অপরাহ্ন

আমরা পিতা- মাতা শিক্ষক - শিক্ষয়িত্রী না পারছি মানুষ জন্ম দিতে না পারছেন মানুষ করে গড়ে তুলতে। আমাদের পুরুনো দালান গুলোতে রীতিমতো ক্লাস হচ্ছে পরীক্ষা হচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিন্তু মানুষ হবার ঢ়ের বাকী শুধু থেকেই যায় । কভে আমরা আবার মানুষ জন্ম দেব? সেটা ঈশ্বর ই কেবল জানেন।

Zaman chowdhury
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৭ অপরাহ্ন

আমি সত্যি কেঁদেছি। খুবই হৃদয়বিদারক। একটি দেশের সর্বচ্চ শিক্ষা প্রতিষঠানে এরকম একটি ঘটনা কখনোই জাতি আশা করে না।

Sarwar Hossain
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫২ অপরাহ্ন

তফাজ্জল তুমি ক্ষমা করে দিও। আমি অসভ্য দেশের অসভ্য মানুষ।

Akbar
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩০ অপরাহ্ন

বিচার দেখার অপেক্ষায় থাকলাম

Rubwl
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status