ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রথম বিদেশ সফর

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মিজানুর রহমান

(৩ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৫ অপরাহ্ন

mzamin

ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর চূড়ান্ত হয়েছে। ৫ই আগস্ট স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয় বাংলাদেশ। ৮ই আগস্ট নতুন সরকার দায়িত্ব নেন। এরপর প্রায় দেড় মাস কেটে গেছে। এই সময়ে অর্থনীতি পুনরুদ্ধার তথা দেশ পুনর্গঠনে জরুরি কিছু উদ্যোগ নিতে হয়েছে প্রধান উপদেষ্টাকে। অবশ্য চলতি মাসের শুরুতে তার প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনটি স্থগিত হয়ে যায়। তবে এবার সবকিছু ঠিক থাকলে আগামী ২৪শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। উদ্দেশ্য- জাতিসংঘ সাধারণ পরিষেদের অধিবেশনে অংশগ্রহণ। নিরাপত্তারক্ষী ছাড়া অল্পসংখ্যক সফরসঙ্গী নিয়ে ২৪-২৮শে সেপ্টেম্বর হবে সেই সফর। শিডিউল অনুযায়ী আগামী ২৭শে সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

সেগুনবাগিচা বলছে, নিউ ইয়র্কে একাধিক দেশের সরকারপ্রধানের সঙ্গে ড. ইউনূসের আনুষ্ঠানিক বৈঠক হবে। ডাচ্ প্রধানমন্ত্রী ডিক শফ, বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ঈসা আল খলিফা, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ  শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক প্রায় চূড়ান্ত। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, জাতিসংঘ শরণার্থী-বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিসহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের বিষয়টি এখনো অনিশ্চিত। সফরকালে প্রধান উপদেষ্টা সিএনএন ও এনএইচকেতে সাক্ষাৎকার  দেবেন। ফোর্বস ও নিউ ইয়র্ক টাইমস-এর পৃথক ইভেন্টে অংশ নেবেন। তাছাড়া ভয়েস অব আমেরিকার সঙ্গেও তিনি কথা বলতে পারেন। সিনেটর ডিক ডারবিন, কেরি কেনেডি এবং বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ড. ইউনূস। 

নিউ ইয়র্কে ইউনূস-মোদি বৈঠক এখনো চূড়ান্ত হয়নি: ভারতের পররাষ্ট্র সচিব 

এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার বলেছেন, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন- অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে। তা নিয়ে আলোচনা চলছে। সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে নেতাদের উপস্থিতির উপর। কার কার সঙ্গে বৈঠক হবে, তা চূড়ান্ত হলেই বলা যাবে। 
 

পাঠকের মতামত

জাতিসংঘে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের দেশের প্রতিনিধিত্ব করা আমরা Bangladeshi হিসেবে গর্বিত।

Tamzid
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

বিশ্বের অনেকেই তার সাক্ষাতের জন্য অপেক্ষা করেন।জীবন্ত কিংবদন্তি

salim mridha
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:৩৩ অপরাহ্ন

জাতিসংঘে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের দেশের প্রতিনিধিত্ব করা আমরা জাতি হিসেবে গর্বিত।

Shamim Chowdhury
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৫৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status