অনলাইন
ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে বেধরক মারধর করে একদল শিক্ষার্থী। এতে মৃত্যু হয় তার। গত বুধবার রাতের এই ঘটনায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয় মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হুসাইন সাজ্জাদ ও আহসানউল্লাহকে। এরআগে উক্ত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা রুজু হবার পর তদন্ত কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উক্ত ঘটনায় জড়িত থাকা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন। ঘটনার কারণ অনুসন্ধান, জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানা পুলিশের পাশাপাশি ডিবির একাধিক টিম কাজ করছে।
কারা কারা গ্রেফতার হলো? নাম উল্লেখ করা হলো না যা হতাশাজনক।
Good
হলে অনেক বার এরকম কাহীনি হয় এর কি কোনো সক্ত আইন করা যায় না র্যাগিং থেকে ধরে নানা অপরাধ
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হোক। যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং যারা উপস্থিত থেকে সম্মতি দিয়েছে তাদের সবাইকে প্রকাশ্য বিচারের আওতায় আনা হোক। তিনদিনের মধ্যে বিচার বাস্তবায়ন করা হোক, সাক্ষ্য প্রমাণ পাওয়া সাপেক্ষে।