ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

খালেদার নিরাপত্তা রক্ষীকে অপহরণ

মেজর তারেক সিদ্দিকসহ ১০ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৪ অপরাহ্ন

mzamin

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপহরণ, গুম ও হত্যার উদ্দেশে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলাটির আবেদন করেন লে. কর্ণেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিউমার্কেট থানায় এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে আইনজীবি মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন, ডিজিএফআই’য়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীন, র‌্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত), ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এসি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান।

মামলার প্রসঙ্গে কর্ণেল তৌহিদুল ইসলাম বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কারণে সেনাবাহিনী থেকে জোর করে আমাকে অবসরে পাঠানো হয়েছে। এরপর ২০১৬ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রধান প্রটেকশন অফিসার হিসেবে কাজ শুরু করি। তার নিরাপত্তা রক্ষী থেকে সরে যাওয়ার জন্য আমাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এতে রাজি না হওয়ায় প্রথমে আমাকে গুম করা হয়। এরপর দু’টি মামলায় গ্রেপ্তার দেখায়। অন্যায়ভাবে ২৫ দিন আমাকে জেল খাটায়।


 

পাঠকের মতামত

ডাকাত সব সময় ধরা খায় কারণ সে ঐ তালিকায় কাজ করে। দেশ ডুবানোর কারিগর এরা, হাসিনার স্বজন। এরা গুষ্টিসহ দানব কাণ্ডে জড়িত থেকেছে। এর বাইরে যারা তারাও এক খুরে মাথা মোড়ানো দল। এরা ধরা পড়া জাতির জন্য ভালো খবর। আল্লাহ সাধুদের নিরাপদ রাখুক আর দানবের সঠিক বিচার করুক।

Nazma Mustafa
১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status