ভারত
'এক দেশ, এক নির্বাচনে' অনুমোদন দিলো মোদির মন্ত্রিসভা, শীতকালীন অধিবেশনেই বিল পেশ
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৫:১৩ অপরাহ্ন
এবার ভারতে একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। 'এক দেশ, এক ভোট'-এ অনুমোদন দিল নরেন্দ্র মোদি সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে প্রাক্তন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির প্রস্তাবনা গ্রহণ করা হয়। সংসদে আগামী শীতকালীন অধীবেশনেই এই প্রস্তাবনা পেশ করা হতে পারে।
জানা গিয়েছে, বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সে বৈঠকে 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়। সারা দেশে একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং প্রতিটি রাজ্যে বিধানসভা নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। আর সেই নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুরসভা, পঞ্চায়েতের ভোট করার কথাও উল্লেখ রয়েছে। গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। মোদির সেই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল এনডিএ সরকারের চলতি মেয়াদেই কার্যকর হবে এক দেশ, এক নির্বাচন রীতি। সরকার নিশ্চিত ভোট সংস্কারের এই পদক্ষেপ সব দলেরই সমর্থন পাবে এবং এ ব্যাপারে জোট সঙ্গীদেরও পাশে পাবে তারা। যদিও বিরোধীদের অভিযোগ, ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে মোদি সরকার । কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বিজেপি-বিরোধী দলগুলির দাবি , 'এক দেশ, এক ভোট' নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রের পরিপন্থী। যদিও ২০২৪-এর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির দল। সেক্ষেত্রে বিজেপির অ্যাজেন্ডা জোট সঙ্গীরা মানবে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
সূত্র : ইন্ডিয়া টুডে