ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

'মনিপুরে শান্তি ফেরাতে মরিয়া মোদি সরকার, শুরু হয়েছে আলোচনা': অমিত শাহ

সেবন্তী ভট্টাচার্য্য , প্রতিনিধি

(৩ সপ্তাহ আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৩:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন

mzamin

ভারতের উত্তরপূর্বের রাজ্য মনিপুরে শান্তি ফেরাতে মরিয়া সরকার। শুরু হয়েছে আলোচনা। মোদি সরকারের ১০০ দিন পূর্তিতে ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার। সেই সঙ্গেই তার দাবি, ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশ রুখতেও সতর্ক মোদি সরকার। গত বছরের মে মাসে মণিপুরে কুকি-মেইতেই সংঘর্ষ শুরুর পরে উত্তর-পূর্বের রাজ্যে ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। একটা সময় প্রায় ৭০ হাজার মানুষ ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হন। উত্তপ্ত পরিস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর মণিপুরের পাঁচ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই পাঁচ জেলা হল- পূর্ব ও পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং। ১০ সেপ্টেম্বর দুপুর ৩টা থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ৩টা পর্যন্ত পাঁচ দিন গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজমাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক গুজব ছড়ানো হচ্ছিল বলেই এই পদক্ষেপ, নির্দেশে এমনটাই জানিয়েছিল সরকার। এর পাশাপাশি তিন জেলায় কারফিউ জারি করে প্রশাসন। সোমবার রাজ্য সরকারের কমিশনার (হোম) এন অশোক কুমার জানিয়েছেন, লিজ় লাইন, ভিএসটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা-সহ সমস্ত ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালু করতে হবে। দ্রুত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।  এর মধ্যেই অসম রাইফেলসের হাতে মায়ানমারের নাগরিক কুকি ন্যাশনাল আর্মি (বার্মা) (কেএনএ-বি) ক্যাডারকে গ্রেফতার করার ঘটনায় স্পষ্টভাবে মনিপুর সংকটে বিদেশী উপাদানগুলির জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইম্ফলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বীরেন বলেন, সংঘর্ষে বিদেশিদের জড়িত থাকার সন্দেহটি জনসাধারণের কিছু অংশ প্রাথমিকভাবে বিশ্বাস করেনি এবং মনিপুরে সক্রিয় জঙ্গিদের অস্ত্র সরবরাহের প্রমাণ সহ বিদেশি নাগরিককে গ্রেফতার করার জন্য অসম রাইফেলসের প্রশংসা করেছেন। গ্রেফতার হওয়া কেএনএ (বি) ক্যাডার নাগামপাওয়ের ছেলে থাংলিংকপ মায়ানমারের খামপাটের কোলাংয়ে জন্মগ্রহণকারী একজন মায়ানমারের নাগরিক। সম্প্রতি মণিপুরের চান্দেল জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারত-মায়ানমার সীমান্তবর্তী শহর মোরেহ থেকে কুকি অধ্যুষিত জেলা চুরাচাঁদপুর পর্যন্ত জঙ্গলের ধারে অস্ত্র সরবরাহের জন্য নজরদারি মিশন চালানোর অভিযোগ রয়েছে। এই গত এক বছরে রাজনৈতিক সমাবেশ দেখেনি ইম্ফল বা মনিপুর। যদিও মনিপুর প্রসঙ্গে আশ্চর্যজনক নীরব থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার অমিত শাহ দাবি করলেন, কেন্দ্র মনিপুরে শান্তি ফেরাতে একটি রোডম্যাপ তৈরি করে ফেলেছে। এবং সেটাকে কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমেই মনিপুরকে শান্ত করা যাবে।

পাঠকের মতামত

Can we, for a few moments, focus on the failures of Pakistan, China, and Bangladesh rather than the misdeeds of India. India is a big country with various ethnic groups fighting for independence. There has always been huge opportunity to destabilise India so that it would be too busy saving its own skin rather than trying to harm others, especially Bangladesh. This must be part of our policy, for the sake of our safety and security.

Pinnacle
১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৯:২৩ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status