শেষের পাতা
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারগাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালক। শনিবার রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া প্রাণ আরএফএল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের নোয়াগাঁও এলাকার অমল কুমার কর্মকার (৩৯), নরসিংদীর শিবপুর থানার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও তার নাতি মোহাম্মদ আলীর ছেলে ৪ বছর বয়সী শিশু আমান উল্লাহ।
স্থানীয়রা জানায়, আরএফএল কোম্পানির কাছে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে কালীগঞ্জগামী দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে এক নারীসহ ৪ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক শিশু ও সিএনজিচালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় সিএনজিচালককে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় এক নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্থানীয়রা এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মরদেহগুলো থানা থেকে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।