বাংলারজমিন
হবিগঞ্জে তারেক রহমানের পক্ষে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবারবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানায় শিক্ষক ও এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ। গতকাল দুপুরে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় ইসলামিয়া এতিমখানার সাধারণ সম্পাদক গোলাম ওয়াদুদ, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী এনাম, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর শফিকুর রহমান সিতু, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, নজরুল ইসলাম কাওছার, ছাত্রদল নেতা ইমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।