অনলাইন
হত্যা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন
ছাত্র আন্দোলনে সাভারে শিক্ষার্থী শেখ আশাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই পুলিশের গুলিতে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ইয়ামিন নিহত হন।
সাভার থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিশ্বাস তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরপর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৫ আগস্ট ইয়ামিনের বাবা আব্দুল্লাহ আল কাবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।
গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়। এরপর ২০১৯ সালে রাজধানীর হাজারীবাগে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গত ৪ আগস্ট কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসব অমানুষ রুপি মানুগুলোকে এমন শাস্তি দিতে হবে যাতে আগামী ১০০ হাজার বছর পৃথিবী মনে রাখে
কঠোর শাস্তি চাই যেন আগামীতে এইসব করতে তাদের কলিজা সম্পূর্ণ কেপে ওঠে।