ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

দেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর হতে হবে: মোস্তফা

জাভেদ ইকবাল, রংপুর থেকে
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

দেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গতকাল তার বাসভবনে মানবজমিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বিভিন্ন আন্দোলনের কারণে অরাজকতা সৃষ্টির ফলে কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। অন্ত্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূস তার পরিষদ নিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এক মাস আগে আসা নতুন সরকারের আমলে প্রায় সব সেক্টরে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে। অথচ গত সরকারের আমলে সবাই ছিল নীরব। ছিল না কোনো দাবি বা আন্দোলন। ক্ষমতায় এসে বর্তমান সরকারের উচিত ছিল কমপক্ষে ৯০ দিন সকল প্রকার মিছিল, মিটিং সভা সমাবেশ, দাবি-দাওয়া আন্দোলন বন্ধ ঘোষণা করা। তা না করার কারণেই কিছুটা অরাজকতা সৃষ্টি হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ, শঙ্কা ষড়যন্ত্রের চাপ সামলে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করলেও রাজনৈতিক দক্ষতার অভাবে কিছুটা হিমশিম খাচ্ছে। 
তিনি বলেন, আওয়ামী সরকার পতনের পর সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে সারা দেশের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ একযোগে ভেঙে দিয়ে সব সেক্টরকে আমলাদের হাতে ছেড়ে দেয়া ঠিক হয়নি। এতে করে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। ভেঙে পড়েছে অবকাঠামো। প্রশাসককে দিয়ে বেশিদিন কাজ চালানো যাবে না। যেসব প্রতিনিধি কাজ করতে চায় তাদের কাজ করতে দেয়া উচিত। যারা থাকবে না তাদের জায়গায় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মোস্তফা বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বেচ্ছাচারিত, অনিয়ম, দুর্নীতি, লুট-হত্যা রুখতে ছাত্র-জনতার রক্ত মাখা বিপ্লবে নজিরবিহীন গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর দেশের মানুষ এক বুক আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে চেয়ে আছে। দেশের মানুষজনের আশা আকাঙ্ক্ষা মেটানোর লক্ষ্য নিয়ে সংস্কারের উদ্যোগে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে বর্তমান সরকার। সরকার প্রধানসহ সকল উপদেষ্টাগণের সঙ্গে পরামর্শ করে প্রতিটি দপ্তরের সমস্যাগুলো চিহ্নিত করে গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নিতে হবে। নিত্যপণ্যের দাম কমানোসহ সব সমস্যার সমাধান করতে হবে। যাতে দেশের মানুষ বর্তমান সরকারকে মনে রাখে। অবিলম্বে পুলিশকে রিফর্ম করে কাজে নামাতে হবে। নির্বাচন কমিশন সংস্কার করা, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status