খেলা
ভারতের বিপক্ষে দল প্রস্তুত জানালেন লিপু
স্পোর্টস রিপোর্টার
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারসবকিছু ঠিক থাকলে ১৫ই সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে খেলবে দুই টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চেন্নাইয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৯শে সেপ্টেম্বর। এরই মধ্যে ভারত টেস্টের জন্য দল ঘোষণা করেছে। তবে প্রতিপক্ষ বাংলাদেশ এখনো অপেক্ষায়। গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন ভারতের বিপক্ষে টাইগারদের দল তৈরি। এখন বিসিবির নয়া সভাপতি ফারুক আহমেদ অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘আমি জানি আপনাদের কিছু কৌতূহল আছে। আমাদের টেস্ট টিম যাবে ভারতে। তো আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি। ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি। এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা। এবং তার অনুমোদনের পর বেসিকালি মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। এবং মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হওয়ার পর নির্বাচক মন্ডলীর তরফ থেকে আপনাদের সঙ্গে আমাদের মধ্য থেকে কেউ একজন হয়তো প্রেস মিটে কথা বলবো।’ সবশেষ পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। এবার ভারতেও তার পুরনারাবৃত্তি দেখতে চায় টাইগার ভক্তরা। এরই মধ্যে দেশের মাটিতে অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।