শেষের পাতা
রাস্তায় আওয়ামী লীগ দেখলে পিটিয়ে মারার নির্দেশ সাবেক যুবদল নেতার
কুষ্টিয়া প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবারকুষ্টিয়ায় আওয়ামী লীগ দেখলে রাস্তায় পিটিয়ে মারার নির্দেশনা দিয়ে বক্তব্য দিয়েছেন সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। এছাড়াও তিনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগ্নে। গত ৪ঠা সেপ্টেম্বর রাতে আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি অফিস উদ্বোধন অনুষ্ঠানের বক্তৃতায় তিনি নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন। এ বক্তব্য তিনি নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেই ১ মিনিট ২ সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে রফিকুলকে বলতে শোনা যায়, ‘যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। ওই (শুয়ারের) বা”চারা আমাদের রাস্তায় বের হতে দেইনি, বাজারে যেতে দেইনি। এত জঘন্য রাজনীতি করে তারা। বিএনপি ও অঙ্গসংগঠনের কাউকে একসঙ্গে বসতে দেয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতার মামলা দেয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলবো আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের স্বীকার হয়েছি তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এই কথা বলেছি। আবার এটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতাকর্মীদের ধরে রাখতে গেলেও বলতে হয়। এইটুকু না বললে হয় না। বিএনপি এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। আর নিমতলা বাজারে বিএনপি’র অফিস উদ্বোধনের বিষয়েও আমার কিছু জানা নেই।
ও তো ঠিকই বলেছে
পিটিয়ে মেরে ফেলার পক্ষপাতি আমি নই । তবে এদেরকে সরকার পতনের পরপর প্রতিহত করলে পুলিশ, আনসার, গার্মেন্টস সহ অন্যান্য আন্দোলন দেখতে হতোনা । এখনও মনে হয় সময় শেষ হয়ে যায়নি ।
কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মামলা করেন,ক্ষমা করে দেন মানুষ আপনাদের মনে রাখবে,না হয় এতোদিন বলতো তুই মানুষ না আওয়ামীলীগ এখন বলবে তুই মানুষ না বিএনপি
এখনও বিএনপি ক্ষমতায় যায় নাই বিএনপি এই যুবদল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নিল জানতে চাই। আমরা আওয়ামীলীগের পুনরাবৃত্তি দেখতে চাই না । ছাত্ররা কোন রাজনৈতিক দলের নেতাদের গুণ্ডামির জন্য আত্মত্যাগ করে নি । এই নেতাকে অবিলম্বে দল থেকে চিরকালের জন্য বহিষ্কার চাই।
সহিংসতাকে সমর্থন করি না। তবে গণহত্যাকারীদের কোনভাবেই স্পেস দেয়া যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে।
আসলে শয়তান এর ঘোরা লীগ যা করেছে তা ভাষায় প্রকাস করার মতো না। তবে তার বক্তব্য টি একবারে ফেলানোর মতো না।
correct order