অনলাইন
মার্কিন নির্বাচন
আজ প্রথম বাহাস কমালা-ট্রাম্পের
হেলাল উদদীন রানা, যুক্তরাষ্ট্র থেকে
(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নির্বাচনী ডিবেট আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট মনোনীত পদপ্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান মনোনীত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাকযুদ্ধে মুখোমুখি হবেন।
ব্যাটলগ্রাউন্ড হিসেবে খ্যাত রাজ্য পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ন্যাশনাল কনস্টিটিশন সেন্টারে বিতর্ক অনুষ্ঠিত হবে। যেখানে কোনো দর্শক-শ্রোতার উপস্থিতি থাকবে না। সকলে টিভিতে বিতর্ক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আর মাত্র ৫৫ দিন পর আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিবেটের নিয়ম আগের মতো থাকবে বলে জানা গেছে। একজনের বক্তব্যের সময় অন্যজনের মাইক্রোফোন মিউট থাকবে। এতে উভয় ক্যাম্পেইন সম্মতি দিয়েছে। প্রত্যেক প্রার্থীকে একটি প্রশ্নের উত্তর এবং অন্য প্রার্থীর উত্তর দেওয়ার জন্য ২মিনিট করে সময় দেয়া হবে। একে অন্যের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে ১ মিনিট করে সময় থাকবে। দুজনকেই একটি করে কলম, পেপার প্যাড ও পানির বোতল দেয়া হবে। তবে কেউই পূর্ব লিখিত কোনো নোটস নিতে পারবেন না।
এতে মডারেটর হিসাবে থাকবেন এবিসি’র ‘ওয়ার্ল্ড নিউজ টু-নাইট’ খ্যাত সাংবাদিক ডেভিট মুইর এবং কো-মোডারেটর হিসেবে রয়েছেন এবিসি’র ‘প্রাইম’ খ্যাত লিন্ডসে ডেভিস। ডনাল্ট ট্রাম্প ২০২০ সালের বিতর্কে লিন্ডসে ডেভিসকে The least racist person in the room.উল্লেখ করেছিলেন। তিনি সেবার মডারেটরের দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিক ডেভিট মুইর ২০১৬ এবং ২০২০ সালের প্রেসিডেন্সিয়াল ডিবেটে মডারেটরের দায়িত্ব পালন করেন। ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস প্রথম নারী ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি একজন নামকরা আইনজীবী ও আইন প্রণেতা। তিনি ছিলেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সিনেটর ও অ্যাটর্নি জেনারেল। দায়িত্ব পালন করেছেন সানফ্রান্সিসকো ডিস্ট্রিক অ্যাটর্নি হিসাবেও। নির্বাচিত হলে তার কপালে উঠবে আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্টের মুকুট।
পক্ষান্তরে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিপদে, বিতর্ক যার পিছু ছাড়ছেনা। মাথায় মামলা-মোকদ্দমার বোঝা নিয়ে আছেন বিপাকে। ‘সাজপ্রাপ্ত’ হিসাবে আছে তকমা। ধারণা করা হচ্ছে তাকে বিতর্কে কুপোকাত করতে কমালাকে খুব একটা বেগ পোহাতে হবেনা। মনোনয়ন পাওয়ার পর তার বক্তৃতা থেকে এমন আভাস পাওয়া গেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আজকের জাতীয় পর্যায়ের জরিপে ২ % এগিয়ে আছেন কমালা। তিনি ৪৯% ও ডনাল্ট ট্রাম্প ৪৭%। সাতটি ব্যাটালগ্রাউন্ড রাজ্যের ৫টি উইসকনসিনে ৩%, পেনসিলভেনিয়ায় ১%, মিশিগানে ২% ও নর্থ ক্যারোলিনায় ১% পারসেন্টে কমালা এগিয়ে আছেন। জর্জিয়া ও এরিজোনায় দুজনই ৪৮% পেয়ে সমান সমান। তবে সার্বিক বিবেচনায় এখনও ভোট যুদ্ধে ‘টাইট রেস’ বলছেন বিশ্লেষকরা। এই ডিবেটের পর চিত্র পাল্টাতে শুরু করতে পারে বলে অনেকেই মনে করছেন।
৭৮ বছর বয়সী ডনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ কমালা আগামী মাসে ৬০ বছরে পা রাখবেন। এটি এই নির্বাচনের দ্বিতীয় ডিবেট হলেও কমালার সাথে প্রথম। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ায় কমালাকে ডেমোক্র্যাটরা তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন গত মাসে শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনে। প্রথম ডিবেট অনুষ্ঠিত হয় জানুয়ারিতে আটলান্টার জর্জিয়ায় প্রেসিডেন্ট বাইডেন বনাম ট্রাম্পের। ৫১.৩ মিলিয়ন আমেরিকান তা টিভি পর্দায় উপভোগ করেন, বলছে মিডিয়া এ্যানালাইটিক্স কোম্পানি নেলসন। মঙ্গলবারের ডিবেট প্রচুর সংখ্যক মানুষ সারা বিশ্বব্যাপী উপভোগ করবে বলে অনেকে মনে করছেন।