ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত ২

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে

(১ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০২ অপরাহ্ন

mzamin

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। একই ঘটনায় লেদু নামে আরেকজনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পিটিয়ে হত্যা করেছে মিজানের পক্ষের লোকজন। নিহত মিজান বগুড়া সদর উপজেলার গোকুলের আফছার আলির ছেলে এবং সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। আর লেদু গোকুল দক্ষিণ পাড়ার বাসিন্দা। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে মিজান ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বসে গল্প করছিলেন। তখন মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। এসময় তারা মিজানকে কুপিয়ে চলে যায়। পরে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত লেদুকেও শজিমেক হাসপাতালে নিলে মিজানের পক্ষের লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে তারা পুলিশি বাধা উপেক্ষা করে জরুরি বিভাগে ঢুকে লেদুকে পিটিয়ে হত্যা করে। এ সময় তিন সাংবাদিকের ওপর হামলা চালায় বিএনপির লোকজন। 

বিএনপির নেতা-কর্মী ও গোকুলের বাসিন্দারা জানান, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি গোকুল হল বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন মিজানের ঘনিষ্ঠ সহযোগী সনি রহমান। এ হত্যা নিয়ে গোকুল ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত নেতা বিপুল ও লেদুর সঙ্গে মিজানের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সনি হত্যার আসামি ছিলেন বিপুল আর লেদু। এর জেরেই বিপুল তার দলবল নিয়ে মিজানের ওপর হামলা চালান। 
বগুড়া বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, এ ঘটনায় দু’জনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status