ভারত
আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি, গোটা পশ্চিমবঙ্গে ২৩ জনের মৃত্যু
সেবন্তী ভট্টচার্য্য, কলকাতা থেকে
(৩ সপ্তাহ আগে) ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৩ অপরাহ্ন
কলকাতার আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনকাণ্ডে তোলপাড় পশ্চিমবঙ্গ। এক মাস ধরে কর্মবিরতিতে শামিল জুনিয়র ডাক্তাররা। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ আদালতে জমা পড়া স্ট্যাটাস রিপোর্টে দাবি করা হয়েছে, ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে শুরু হওয়া চিকিৎসকদের কর্মবিরতির আন্দোলনে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তৈরি এই তথ্য রাজ্যের তরফে প্রবীণ কৌঁসুলি কপিল সিব্বল সোমবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্টে জমা দেন। উল্লেখ্য, আরজি করে চিকিৎসকদের কর্মবিরতির জেরে কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
মৃত যুবক বিক্রম ভট্টাচার্যের পরিবারের দাবি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বলি হয়েছেন তাদের ছেলে। গত শুক্রবার ভোরে বিক্রমের দুই পায়ের উপর দিয়ে লরি চলে যায়। প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। তাকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কার্যত বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু হয় বলেই অভিযোগ।
কেবল আরজি কর নয়, অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় রয়েছে এসএসকেএমের মতো হাসপাতালও। কেবল কলকাতা নয়, রাজ্যের অন্যান্য এলাকার হাসপাতালগুলোতেও উঠছে রোগীর মৃত্যুর অভিযোগ।
এদিকে আরজি করের নমুনা ফের ফরেনসিক তদন্তের জন্য এইএমসে পাঠানো হোক সুপ্রিম কোর্টে সোমবার এ দাবি জানাল সিবিআই। আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নের জবাবে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে রাত ১টা ৪৭ মিনিটে। অথচ অস্বাভাবিক মৃত্যুর লিপিবদ্ধ হয়েছে দুপুর ২ টা ৫৫ মিনিটে। এদিন শীর্ষ আদালতে এই ঘটনায় যেভাবে তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়েছে, তাতে বিরক্তি প্রকাশ করেছে।
এসজি মেহতা বলেন, কলকাতা পুলিশ তাদের কাছে ময়নাতদন্তের মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে। এমনকি ফরেনসিকের তথ্য নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের সামনে। এরপরেই তিনি এইমস অথবা অন্য কোনো কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে নমুনা পরীক্ষার দাবি জানান।