ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

ভারত

ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক মজবুত করতে তিনদিনের মার্কিন সফরে রাহুল গান্ধী

মানবজমিন ডিজিটাল

(৪ সপ্তাহ আগে) ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৮-১০ সেপ্টেম্বর তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন । এই সময়ে তিনি ওয়াশিংটন ডিসি ও ডালাসে বহু মানুষের সঙ্গে দেখা করবেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার জোরালো বার্তা দিয়েছেন রাহুল । রবিবার তিনি পৌঁছেছেন টেক্সাসে। কংগ্রেস এমপিকে স্বাগত জানাতে জাতীয় পতাকা হাতে বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। রাহুল বের হতেই ফুল দিয়ে, উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়। এমন অভ্যর্থনা পেয়ে মুগ্ধ রাহুল।নিজের ফেসবুকে তিনি লেখেন, “এই সফরে যেন দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়, তার জন্য আমি মুখিয়ে রয়েছি। আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে দুই দেশের বন্ধন দৃঢ় হবে বলেই আমি আশাবাদী।” 

বিমানবন্দরে রাহুলকে স্বাগত জানানোর ভিডিও পোস্ট করা হয়েছে কংগ্রেসের এক্স হ্যান্ডেলে। উল্লেখ্য, প্রবাসী ভারতীয়দের নেতৃত্বে ছিলেন বিতর্কিত কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। লোকসভা নির্বাচনের সময়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করে দলীয় পদ খুইয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে পিত্রোদা বলেছিলেন, ‘এটা (ভারত) বৈচিত্রময় দেশ… এখানে পূর্বাঞ্চলের লোকেদের চীনাদের মতো দেখতে, পশ্চিমাঞ্চলের লোকেদের আরবদের মতো দেখতে, উত্তরের লোকেরা ফর্সা, আবার দক্ষিণের মানুষদের আফ্রিকানদের মতো চেহারা।’

বিতর্কের মুখে পড়ে তিনি পদত্যাগ করেন। তবে নির্বাচন মিটতেই ফিরে পান পুরনো পদ। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী স্যাম পিত্রোদা জানিয়েছেন রাহুল গান্ধী ওয়াশিংটন ডিসিতেও যাবেন, যেখানে তিনি বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সঙ্গে কথা বলবেন। তবে প্রশ্ন উঠছে, ভারতের মানুষকে নিয়ে যে নেতা বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন সেই নেতাই কেন আমেরিকা সফরে রাহুলের সঙ্গী হচ্ছেন?

সূত্র : ইন্ডিয়া টুডে

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status